You dont have javascript enabled! Please enable it! 1972.05.17 | রাজশাহী বিশ্ববিদ্যালয় ছ’জন দালাল শিক্ষক গ্রেফতার | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক
রাজশাহী বিশ্ববিদ্যালয়
ছ’জন দালাল শিক্ষক গ্রেফতার
রাজশাহী, ১৬ই মে (বাসস)। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছ’জন শিক্ষককে হানাদার পাক বাহিনীকে সহায়তা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। দালালীর অভিযোগে বন্দী বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দ হলেনঃ অধ্যাপক মকবুল আহমদ (অধ্যক্ষ ঃ বানিজ্য বিভাগ), অধ্যাপক আহমদ মোহাম্মদ প্যাটেল (অধ্যক্ষ ঃ ভূগোল বিভাগ), অধ্যাপক সোলায়মান মন্ডল (অধ্যক্ষ ঃ অর্থনীতি বিভাগ), অধ্যাপক ওয়াছিম বারী বাঘী (দর্শন বিভাগ), ডঃ জিল্লুর রহমান (আইন বিভাগীয় রিডার) এবং অধ্যাপক কালিম মাসারামী। এরা সবাই বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন ।
Reference:
বাংলার বাণী, ১৭ মে ১৯৭২