You dont have javascript enabled! Please enable it! 1971.11.12 | ইয়াহিয়ার সৈন্যদের চা পান নিষিদ্ধ - সংগ্রামের নোটবুক

ইয়াহিয়ার সৈন্যদের চা পান নিষিদ্ধ

বাংলাদেশের দখলীকৃত এলাকা থেকে প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে যে, তথকথিত পাকিস্তানের সামরিক চক্র বাংলাদেশের মােতায়েন তাদের ভাড়াটিয়া সৈন্যদের সরবরাহের ব্যাপারে সম্পূর্ণরূপে অসুবিধায় পড়েছে। শুধু | স্থানীয়ভাবে প্রাপ্ত না হলে তাদের পক্ষে সৈন্যদের আর বাইরে থেকে এনে জিনিষপত্র দেয়া সম্ভব হচ্ছে না। মুক্তি বাহিনীর গেরিলা তৎপরতায় যােগাযােগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়া ছাড়াও বিদেশ থেকে প্রয়ােজনীয় জিনিষপত্র আসতে বৈদেশিক মুদ্রার প্রয়ােজন হয়। কিন্তু সেই বৈদেশিক মুদ্রা আজ আর কোথায়? এমন কি পিণ্ডির জঙ্গী-চক্র তাদের বাংলাদেশে মােতায়েন সৈন্যদের সামান্য চা পর্যন্ত সরবরাহ করতে পারছে না। তাই | তারা সৈন্যদের নির্দেশ দিয়েছে চা পান না করার জন্য। সংবাদে প্রকাশ, আগে বাংলাদেশের চা বাগানগুলােতে উৎপন্ন চা-ই সৈন্যদের মধ্যে সরবরাহ করা হত। | শুধু তাই নয়, বাংলাদেশের চা বিক্রি করে পিণ্ডিওয়ালারা প্রতি বছর কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন

করত। কিন্তু বর্তমানে বাংলাদেশের চা বাগানগুলাে মুক্তিযোদ্ধাদের দখলে থাকায় তারা আর চা পাচ্ছে না। প্রথম দিকে লুটতরাজ করে বিভিন্ন চা কারখানা ও দোকান-পাট থেকে দস্যুরা যে সমস্ত চা নিয়ে ক্যান্টনমেন্ট সমূহে | জমা করেছিল তাও শেষ হয়ে গেছে। এখন উপায়? কোন উপায় নাই। তাই সৈন্যদের জন্য চা পান নিষিদ্ধ।

Ref: জয়বাংলা, ১২ নভেম্বর ১৯৭১