You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশ সমস্যার সমাধান সম্পর্ক
ভারত ও পােল্যান্ড একমত পােষণ করে

ব্যাঙ্গালাের, ২৭ সেপ্টেম্বর, (ইউ এন আই)- রাজনৈতিক সমাধানই যে বাঙলাদেশ সমস্যার একমাত্র সমাধান সে সম্পর্কে পােল্যান্ড ভারতের সঙ্গে একমত। সম্প্রতি পােল্যান্ড সফর শেষ করে ভারতীয় প্রতিনিধিদল এখানে ফিরে আসার পর দলের নেতা সংসদীয় বিষয়ক মন্ত্রী শ্রী বি শঙ্করানন্দ আজ ঐ মর্মে এক বিবৃতি দেন। তিনি বলেন, পােল্যান্ড সরকার সেই দেশের জনগণ পূর্ববঙ্গের শরণার্থী সমস্যা সম্পর্কে ভারতের প্রতি সহানুভূতিশীল। তিনি বলেন, পােল্যান্ডের সংসদীয় দল আলাপ আলােচনার সময় বাঙলাদেশে ইয়াহিয়ার অত্যাচারের সঙ্গে নাৎসীদের অত্যাচারের তুলনা করেছেন।

সূত্র: কালান্তর, ২৮.৯.১৯৭১