You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশ মুক্তিসংগ্রামের সমর্থনে ওয়ালী খান
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ২১ অক্টোবর- বাঙলাদেশের মুক্তিসংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি খান আব্দুল ওয়ালী খান ঘােষণা করেছেন যে, পাখতুনিস্তান ও বেলুচিস্তানের মুক্তিকামী জনতা পাক জঙ্গীশাহীকে চরম আঘাত হানতে প্রস্তুত হচ্ছে। গত সপ্তাহে লন্ডনে বাঙলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অধ্যাপক মােজাফফর আহমেদের সঙ্গে ওয়ালী খানের সাক্ষাৎকারে শ্রী খান ঐ ঘােষণা করেন। ন্যাপের সাপ্তাহিক মুখপত্র “নতুন বাঙলার সাম্প্রতিক সংখ্যায় উপরােক্ত মর্মে সংবাদ বেরিয়েছে। ঐ পত্রিকায় বলা হয়েছে, বাঙলাদেশের মুক্তিসংগ্রাম এবং পাখতুনিস্তান ও বেলুচিস্তানের মুক্তিসংগ্রাম নিয়ে উভয় নেতার মধ্যে আলােচনা হয়। উভয় নেতার মধ্যে আলােচনা হয়। পত্রিকাটিতে বলা হয়েছে যে, পশ্চিম পাকিস্তানের বহু ন্যাপ নেতাকে কারারুদ্ধ করা হয়েছে, অনেকে আত্মগােপন করেছেন এবং অনেকে দেশত্যাগ করতে বাধ্য হয়েছে।

সূত্র: কালান্তর, ৭.১০.১৯৭১