You dont have javascript enabled! Please enable it! 1971.09.01 | আফগান রাষ্ট্রদূত পাখতুনিস্তানের আত্মনিয়ন্ত্রণাধিকার চান | কালান্তর - সংগ্রামের নোটবুক

আফগান রাষ্ট্রদূত
পাখতুনিস্তানের আত্মনিয়ন্ত্রণাধিকার চান

আজাদ পাখতুনিস্তান দিবসে বাঙলাদেশ মুক্তি-সগ্রামের প্রতি সংহতি প্রকাশ করেন
নয়াদিল্লী, ৩১ আগস্ট (ইউ এন আই)- ভারতস্থ আফগানিস্তানের রাষ্ট্রদূত ডঃ আব্দুল হাকিম বিবি বলেছেন, যেহেতু ভারত বিভাগের সময় তাদের প্রদেশকে বেআইনীভাবে পাকিস্তানের অন্তর্ভূক্ত করা হয়েছিল, কাজেই পাখতুনদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে। আজাদ পাখতুনিস্তান দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে, গত দুই দশকের মধ্যে এশিয়ার আফ্রিকার অনেক দেশের এই অধিকার স্বীকৃত হয়েছে কাজেই নিপীড়িত পাখতুনদের এই অধিকার স্বীকার না করার কোনাে যৌক্তিকতাই নেই বলে তিনি মন্তব্য করেন। সভাপতির ভাষণে আজাদ পাখতুন জির্ণা-ই-হিন্দ এর সভাপতি খান গাজি কাবুলি বাঙলাদেশের মুক্তি সংগ্রামের সমর্থন জানিয়ে পাকিস্তানী উৎপীড়কদের এই বলে সতর্ক করে দিয়েছেন যে, বাংলাদেশ ও পাখতুনিস্তানে তারা যদি দমনপীড়ন অব্যাহত রাখে তাহলে ভারতীয় উপমহাদেশের সর্বনাশ ডেকে আনবে এবং পাকিস্তানের কবর খুঁড়বে। শেখ মুজিবের বিচারের প্রহসনকে একটি ধাপ্পা বলে অভিহিত করে তিনি বলেন, নিজেদের আজাদির জন্য সংগ্রামরত পাখতুনরা বাঙলাদেশের মুক্তি সংগ্রামকে পূর্ণ সহানুভূতি ও সমর্থন জানায়।

সূত্র: কালান্তর, ১.৯.১৯৭১