You dont have javascript enabled! Please enable it! 1971.09.03 | নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক মীমাংসাই সমাধান- বাঙলাদেশ প্রশ্নে ইয়েমেন প্রতিনিধি ওঠম্যানের মন্তব্য | কালান্তর - সংগ্রামের নোটবুক

নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক মীমাংসাই সমাধান
বাঙলাদেশ প্রশ্নে ইয়েমেন প্রতিনিধি ওঠম্যানের মন্তব্য

কলকাতা, ২ সেপ্টেম্বর (ইউ এন)- “বাঙলাদেশের জনগণের দ্বারা স্বাধীনভাবে নির্বাচিত প্রতিনিধিবৃন্দ ও পাকিস্তানী সরকারের মধ্যে একটা রাজনৈতিক ব্যবস্থা ছাড়া বাঙলাদেশের সমস্যার কোনও গ্রহণযােগ্য সমাধান হতে পারে না”। ইয়েমেন প্রজাতন্ত্র সরকারের ভারতস্থিত ভারপ্রাপ্ত কুটনৈতিক প্রতিনিধি মিঃ এ কে ওঠমান আজ এখানে উপরােক্ত অভিমত প্রকাশ করেন। এক বিবৃতিতে তিনি বলেন একমাত্র এই ভিত্তিতেই সামগ্রিকভাবে পাকিস্তানের জনগণের স্বার্থ রক্ষা করা সম্ভব। এই প্রসঙ্গে তিনি শেখ মুজিবর রহমানের গুরুত্বের উপরে বিশেষ জোর দিয়ে বলেন, “তার উপরেই জনসাধারণ তাদের আস্থা স্থাপন করেছেন।” মিঃ ওঠমান বলেন, “সন্ত্রাস ও পীড়নের পদ্ধতি অনিবার্যভাবেই বুমেরাং হয়ে ফিরে আসে।” এটি ঐ দেশে ও অন্যত্রও প্রমাণিত হয়েছে। সেই কারণে আমরা দৃঢ়ভাবে আত্মনিয়ন্ত্রয়ণের নীতিতে বিশ্বাসী এবং সবরকমের অত্যাচারের বিরােধী।” মিঃ ওঠমান সম্প্রতি পশ্চিমবঙ্গের অনেকগুলাে শরণার্থী পরিদর্শন করে এসেছেন। বিবৃতিতে তিনি বলেন, বাঙলাদেশের শরণার্থীরা যে বিহ্বলতা ও বেদনার মধ্যে রয়েছেন, প্রত্যক্ষভাবে না দেখলে তাদের দুর্দশার পরিমেয় গভীরতা উপলব্ধি করা যায় না। লক্ষ লক্ষ শরণার্থী আসার ফলে ভারতের সামনে যে চ্যালেঞ্জ দেখা দিয়েছে। তার মােকাবিলা করায় ভারতে বিপুল ভূয়সী প্রশংসা করে তিনি এই বিপুল সমস্যার দায় বহনের জন্য ভারতের নিঃসঙ্গভাবে ছেড়ে রেখে না দিতে বিশ্বের বিশ্বের রাষ্ট্রগুলির প্রতি আবেদন জানান।

সূত্র: কালান্তর, ৩.৯.১৯৭১