বাঙলাদেশের সপক্ষে সুইডিশ লিবারেল পার্টি
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ২৬ অক্টোবর— সুইডেনের লিবারেল পার্টির সাধারণ সম্মেলনের অধিবেশনে গতকাল বাংলাদেশ সংক্রান্ত এক প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, “যে কাঠামাে নির্বাচনে অভিব্যক্তি জনগণের আকাঙ্খ এবং তাদের আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রতি শ্রদ্ধাশীল সেই কাঠামােতেই পূর্ব পাকিস্তানের ভবিষ্যৎ অবস্থান নির্ধারিত হওয়া উচিত।”
প্রস্তাবটি ধ্বনিত করেছে সম্মেলনে দাবি- পাকিস্তান যাতে অবিলম্বে বাঙলাদেশে সামরিক কার্যক্রম বন্ধ করে সে ব্যাপারে আহ্বান জানানাের জন্য জাতিসঙ্ঘে সুইডিশ সরকারকে সচেষ্ট হতে হবে, শেখ মুজিবর রহমানের সামরিক আদালতে বিচার স্থগিত রাখতে হবে, অপরাপর রাজনৈতিক বন্দীর সঙ্গে তাকে মুক্তি দিতে হবে এবং বাঙলাদেশে অসামরিক জনসাধারণের উপর ব্যাপক সন্ত্রাস কায়েমের অভিযােগ সম্পর্কে জাতিসঙ্ঘকে অনুসন্ধান করতে হবে।
শরণার্থী সমস্যার গুরুতর পরিস্থিতি ব্যাখ্যা করে প্রস্তাবে সুইডেনের সরকার, বিভিন্ন সংগঠন এবং সামগ্রিকভাবে জনগণের কাছে অনুরােধ জানানাে হয়েছে– “মানবিক সাহায্য দ্রুত বৃদ্ধি করুন। পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের কতৃত্বাধীন সকল এলাকাসমূহেও যাতে এই সাহায্য পৌঁছতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই সুইডেনকে সহযােগিতার হস্ত প্রচারিত করতে হবে।”
শরণার্থী সমস্যার পূর্ণ সমাধানের জন্য অবিলম্বে রাজনৈতিক সমাধানের পথ উন্মোচনের আহ্বান জানিয়ে প্রস্তাবে বলা হয়েছে “শরণার্থী সমস্যা এবং ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এই দুয়ে মিলে এই বিরােধকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করেছে এবং এর ফলে শান্তি ও নিরাপত্তা প্রকাশ্যে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সে কারণে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি, আর্থনীতিক সহায়তার চুক্তি পত্র ছিন্ন করা এবং জাতিসংঘের হস্তক্ষেপ অত্যাবশ্যক হয়ে পড়েছে।”
সূত্র: কালান্তর, ২৮.১০.১৯৭১