শান্তি অভিযান
সর্বোদয় নেতারা বাংলাদেশে অহিংস শান্তি অভিযান চালাবার কথা ভাবছেন। লক্ষ লক্ষ শরণার্থী নিয়ে তারা রওনা হবে বাংলাদেশের দিকে। স্বাধিকারে প্রতিষ্ঠিত করবেন তারা দুর্গত মানুষগুলােকে। এ পদ্ধতি নতুন নয়। মৌল অধিকার কায়েম করার জন্য মহাত্মা গান্ধীও পরিচালনা করেছিলেন একধরনের সত্যাগ্রহী অভিযান। সর্বোপরি নেতাদের জানা উচিত, সভ্য সরকারের বিরুদ্ধেই শান্তি অভিযান চলে। তাতে অপরাধীর ঘুমন্ত বিবেক জেগে ওঠে। ইয়াহিয়া এবং তার চেলাচামুন্ডাদের বিবেক বলে কোন পদার্থ নেই। শান্তির ভাষা ওরা বুঝে না। বুকে শক্তির ভাষা। গােয়াতেও সালাজারের বিরুদ্ধে চলেছিল এ ধরনের অভিযান। কিন্তু সার্থক হয়নি। মরেছিলেন অনেক শান্তি যােদ্ধা। শেষ পর্যন্ত পুলিশী অভিযান করতে হয়েছিল গােয়ার ঔপনিবেশিক শাসনের অবসানের জন্য।
সূত্র: দৈনিক যুগান্তর, ১৫ জুন ১৯৭১