You dont have javascript enabled! Please enable it! 1969.02.25 | মুজিব-ভুট্টো রসালাপ | দৈনিক পাকিস্তান - সংগ্রামের নোটবুক

দৈনিক পাকিস্তান
২৫শে ফেব্রুয়ারি ১৯৬৯
মুজিব-ভুট্টো রসালাপ

গতকাল সোমবার রাওয়ালপিণ্ডির উদ্দেশ্যে লাহোর যাত্রার প্রাক্কালে শেখ মুজিবর রহমান ও জনাব জেড এ ভুট্টোর মধ্যে মজার রসালাপ হয়।
এপিপির খবরে প্রকাশ, বিমান বন্দরে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার শেষে শেখ মুজিব এই রসালাপের সূচনা করেন। জনাব ভুট্টোকে লক্ষ্য করে শেখ মুজিব বলেন যে, তিনি (জনাব ভুট্টো)ও তার (শেখ মুজিব) দলের আওয়ামী লীগ নামটা নিয়ে নিয়েছেন। আওয়ামী লীগই ইংরেজীতে হলো ‘পিপলস পার্টি।’
পিপলস পার্টির চেয়ারম্যান জনাব ভুট্টো সকৌতুকে বলেন, “আমি যে আপনাকেও নিতে চাই।”
সাংবাদিকগণ ও অন্যরা বেশ মজাসে উভয় নেতার এই হালকা রসালাপ উপভোগ করছিলেন। এমন সময় আবার জনাব মুজিব বলেন সাত বছর প্রেসিডেন্ট আইয়ুব খানের সাথে থাকার জন্য জনাব ভুট্টোকে বিরাট খেসারত দিতে হবে। জনাব ভুট্টোর জবাব আসতে দেরী হলো না। তিনি বললেন, আমি তো তার সাথে ছিলাম শুরুতে, কিন্তু এসব লোক যে অন্তিম সময়ে তার সাথী হতে যাচ্ছেন। জবাব শুনে শেখ মুজিব হাসিতে ফেটে পড়েন এবং ঘাড় নেড়ে তা অস্বীকার করেন।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯