You dont have javascript enabled! Please enable it!

২৮ জানুয়ারি
বঙ্গবন্ধুর সকাশে বাংলাদেশ বাস্তুহারা পুনর্বাসন সমিতি
২৬ জানুয়ারি বাংলাদেশ বাস্তুহারা পুনর্বাসন সমিতি প্রায় ৫০ হাজার বাস্তুহার সহকারে এক বিরাট মিছিল বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বাংলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারি বাসভবনে গমন করে তাঁর সাথে সাক্ষাৎ করেন। বঙ্গবন্ধুর দর্শনলাভে সমবেত বাস্তুহারা তাদের পুঞ্জিভূত দুঃখ ও ব্যথা বেদনাকে ভুলে গিয়ে আনন্দে মুখরিত হয়ে ওঠে। বাস্তুহারা পুনর্বাসন সমিতির পক্ষ হতে সমিতির সভাপতি জনাব এ, কে, এম আমিন উল্লাহ বঙ্গবন্ধুর হাতে একটি মেমোরেন্ডাম প্রদান করেন।  বঙ্গবন্ধু বাস্তুহারাদের লক্ষ্য করে পুনরায় তেজদীপ্ত কন্ঠে বলেন, বাস্তুহারাদের বাড়ি দেয়া হবে। অতঃপর বাস্তুহারা জয় বাংলা ধ্বনিতে সরকারি ভবনের সম্মূখ মুখরিত করে তোলেন। সমিতির কর্মকর্তাদের সঙ্গে আলাপ প্রসঙ্গে, তিনি বলেন, “গরিব বাস্তহারাদের নিয়ে  ছিনিমিনি খেলা চলবে না। বাস্তুহারাদের নিকট হতে কেউ কোনো চাঁদা গ্রহণ করতে পারবে না”। সমিতির কর্মকর্তারাও দৃঢ়কণ্ঠে জবাব দেন, ” তারা কোনো চাঁদা গ্রহণ করে না, যারা গরিব-সর্বহারা-বাস্তুহারাদের নিকট হতে চাঁদা আদায় করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।” অতঃপর মিছিলটি সমিতির প্রধান কার্যালয় নীলক্ষেত বাবুপুরায় সমবেত হয়ে বাস্তুহারাদের পুনর্বাসনের ব্যবস্থা করার ব্যাপারে সরকারের সাথে সহযোগিতা করার প্রস্তাব গ্রহণ করে বঙ্গবন্ধুর উক্তিতে সন্তোষ প্রকাশ করা হয়।

Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ২৮ জানুয়ারি ১৯৭২
Unicoded by Nayem Uddin Akash

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!