You dont have javascript enabled! Please enable it! 1972.01.25 | বঙ্গবন্ধুর সভাপতিত্বে মন্ত্রসভার বৈঠক - সংগ্রামের নোটবুক

২৫ জানুয়ারি
বঙ্গবন্ধুর সভাপতিত্বে মন্ত্রসভার বৈঠক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ মন্ত্রী সভার এক বৈঠকে শরণার্থী এবং অন্যান্য ছিন্নমূল অধিবাসীদের আশু রিলিফ ও পূনর্বাসনের জন্য ৩০ কোটি টাকার একটি কর্মসূচি অনুমোদন করা হয়। জাতীয় পতাকার নকশাও অনুমোদিত হয়। বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে, প্রধানমন্ত্রী মন্ত্রীসভার কয়েকজন সদস্যের সমন্বয়ে একটি কমিটি গঠন করবেন এবং এই কমিটি জাতীয় অর্থনৈতিক কাউন্সিলরূপে পরিগনিত হবে। প্রধানমন্ত্রী জাতীয় কাউন্সিলের চেয়ারম্যান এবং পরিকল্পনা দফতরের মন্ত্রী ভাইস চেয়ারম্যান হবেন। কাউন্সিলের অন্যান্য সদস্য হবেন : অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং যোগাযোগমন্ত্রী। প্রধানমন্ত্রী আরও একজন বা দুইজন সদস্য গ্রহণ করতে পারবেন। মমন্ত্রিসভা বাংলাদেশ হতে পাট রপ্তানির ওপর শুল্ক ধার্যেরও সিদ্ধান্ত গ্রহণ করে।
জাতীয় অর্থনৈতিক কাউন্সিল : ‘এনা’ পরিবেশিত খবরে বলা হয় : জাতীয় অর্থনৈতিক কাউন্সিল মন্ত্রীসভায় উপস্থাপনের পূর্বে সকল নীতি ও পরিকল্পনা পর্যালোচনার জন্য দায়ী থাকবে। কাউন্সিলের কয়েকটি প্রধান কাজ হবে নিম্নরূপ : পাঁচসালা পরিকল্পনা অনুমোদন, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা এবং দুই কোটি টাকার অধিক ব্যয় সাপেক্ষ সকল কর্মসূচি অনুমোদন, পরিকল্পনায় পরিবর্তন ও পুনর্বিন্যাসের ব্যবস্থা করা এবং পরিকল্পনা কমিশনের ভিত্তিতে আর্থিকনীতি অনুমোদন। মন্ত্রিসভার অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা পর্যালোচনা করাও কাউন্সিলের অন্যতম কাজ হবে। মন্ত্রিসভার বৈঠকে ১৯৭২ সালের এপ্রিল মাস পর্যন্ত ভূমি রাজস্বের সাথে দেয়া সকল প্রকার ট্যাক্স মওকুফ করে দেয়া হয়েছে। ইতোপূর্বে ভূমির রাজস্ব মওকুফের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তার পরিপূরক রূপে এবং মুক্তিযুদ্ধে কৃষক সমাজের বীরত্বপূর্ণ অবদানের বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ২৫ জানুয়ারি ১৯৭২
Unicoded by Nayem Uddin Akash