You dont have javascript enabled! Please enable it!

1972.01.24 | স্বীকৃতিদান উপলক্ষে বঙ্গবন্ধুর নিকট প্রেরিত পোদগার্নি ও কোসিগিনের পত্রের পূর্ণ বিবরণ

২৪ জানুয়ারি (মস্কো সময় রাত্রি ৮ ঘটিকায়) সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতি স্বীকৃতি ঘোষণা করেছে। নিম্নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী মহামান্য শেখ মুজিবুর রহমান ও রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর নিকট সোভিয়েত ইউনিয়নের সুপ্রিম সোভিয়েতের প্রেসিডিয়ামের চেয়ারম্যান নিকোলাই পোদগার্নি ও সোভিয়েত ইউনিয়নের মন্ত্রী পরিষদের চেয়ারম্যান আলেক্সই কোসিগিন কর্তৃক প্রেরিত বাণীর পূর্ণ বিবরণ প্রদত্ত হলো : সকল রাষ্ট্রের মধ্যে সমতা ও মৈত্রীর শান্তিপূর্ণ নীতি অনুসরণ করে এবং জাতিসমূহের আত্মা-নিয়ন্ত্রেণাধিকারের নীতিমালা অনুসরণ করে সোভিয়েত ইউনিয়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতি একটি সার্বভৌম রাষ্ট্ররূপে স্বীকৃতি ঘোষণা করছে এবং বাংলাদেশের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক স্থাপন ও কুটনৈতিক প্রতিনিধি বিনিময়ের প্রস্তুতি ঘোষণা করছে। সোভিয়েত ইউনিয়নের সুপ্রিম সোভিয়েত, সোভিয়েত ইউনিয়নের মন্ত্রী পর্ষদ, সমগ্র সোভিয়েত জনসাধারণ এবং আমাদের নিজেদের পক্ষ হতে আপনাদের এবং বাংলাদেশের জনসাধারণের শান্তি ও সমৃদ্ধি কামনা করছি, বাংলাদেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সংহতির সফলতা এবং শান্তিপ্রিয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র বিনিময় সফলতা কামনা করছি। আমরা আস্থা প্রকাশ করছি যে, সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক প্রজাতন্ত্র সমূহের ইউনিয়ন এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের জনগণের মধ্যে ফলপ্রসূ বন্ধুজনিত সম্পর্ক সফলতার সঙ্গে বিকাশ করবে। আমার নিশ্চিত যে, তা হবে আমাদের দুই দেশের জনসাধারণেরই মৌলিক স্বার্থসমূহের অনুকূল এবং তা অগ্রসর হবে বিশ্বশান্তি দৃঢ়তর করার পথে।

Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ২৪ জানুয়ারি ১৯৭২
Unicoded by Nayem Uddin Akash

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!