You dont have javascript enabled! Please enable it!

1972.01.24 | সীমান্ত প্রদেশ ও বেলুচিস্তানকে বাদ দিয়ে ভুট্টার প্রাদেশিক মন্ত্রিসভা গঠনের ইচ্ছা

নয়াদিল্লি। পাকিস্তানের প্রসিডেন্ট জুলফিকার আলী ২৩ মার্চ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জনপ্রতিনিধিদের সমন্বয়ে মন্ত্রীসভা গঠনকালে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও বেলুচিস্তানকে বাদ দিতে ইচ্ছুক। এই দুইটি প্রদেশে খান ওয়ালী খানের ন্যাশনাল আওয়ামী পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। করাচিতে জনাব ভুট্টো রাজনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রী জনাব গোলাম মোস্তফা জাতোইয়ের সাংবাদিক সম্মেলনে এই আভাস পাওয়া যায়। রেডিও পাকিস্তান তার উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেন যে, পাঞ্জাব ও সিন্ধুতে প্রাদেশিক মন্ত্রিসভা গঠনে কোনো প্রকার অসুবিধা হবে না। কারণ এই দুটি প্রদেশে জনাব ভুট্টোর পিপলস পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। অন্য দুইটি প্রদেশে যেখানে পিপলস পার্টি সংখ্যাগরিষ্ঠ তথায় সংখ্যাগরিষ্ঠ দলগুলিকে সরকারের সাথে সংযুক্ত করার চেষ্টা করা হবে। তারা সহযোগিতা করতে অনিচ্ছুক হলে উপদেষ্টাদের দ্বারা এই দুই প্রদেশে সরকার চালান হবে।

Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ২৪ জানুয়ারি ১৯৭২
Unicoded by Nayem Uddin Akash

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!