You dont have javascript enabled! Please enable it!

1972.01.24 | কতিপয় শ্রমিক নেতা ও শ্রমিক ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগে যোগদানের সিদ্ধান্ত

২১ জানুয়ারি লক্ষীবাজারস্থ ডিয়াইটি মার্কেটে শ্রমিক নেতা জনাব মোহাম্মদ ইলিয়াস এমসিএ সাহেবের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এই মর্মে অভিমত প্রকাশ করা হয় যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশিত পথে শ্রমিক শ্রেণিসহ সমগ্রে মেহনতি মানুষের শোষণ মুক্তির সার্বিক কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে সক্ল একমনা শ্রমিক নেতৃবৃন্দ, কর্মী ও ইউনিয়নকে একটি মাত্র ফেডারেশনের অন্তর্ভুক্ত হওয়া উচিত। উপরোক্ত বক্তব্যের সমর্থনে সভায় উপস্থিত নিম্ন স্বাক্ষরকারী শ্রমিক নেতৃবৃন্দ ও তাদের নেতৃত্বে পরিচালিত ইউনিয়নসমূহ জাতীয় শ্রমিক লীগে যোগদানের সিদ্বান্ত গ্রহণ করে এবং স্বাধীনতা উত্তরযুগে যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে সত্বর পুনর্গঠন ও সুখী – সমৃদ্ধিশালী ‘সোনার বাংলা’ গড়ে তোলার কাজে ঐক্যবদ্ধভাবে আত্মনিয়োগ করার সংকল্প ঘোষণা করে। উপরোক্ত সিদ্ধান্তসমূহ কার্যকরী করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট অন্যান্য ইউনিয়ন নেতৃবৃন্দ ও জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দের সাথে প্রয়োজনীয় আলাপ আলোচনা ও ব্যস্থাদি গ্রহণকল্পে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জাতীয় শ্রমিক লীগে যোগদানের প্রস্তাবে স্বাক্ষরদানকারী ব্যক্তিগণ হলেন, মকবুল হোসেন খান, এমদাদ হোসেন, আবদুর রহমান, সুশীল কুমার পাল, আবদুল গণি, নুরল ইসলাম, মো. মহসিন ও গোলাম কবির খান। ১০৯

Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ২৪ জানুয়ারি ১৯৭২
Unicoded by সাকিফ শাহারীয়ার প্রতুল

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!