You dont have javascript enabled! Please enable it!

1972.01.23 | বর্তমান সরকারকে পূর্ণ সহযোগিতা দান করুন- মাওলানা ভাসানী

টাঙ্গাইল। মাওলানা আবদুল হামিদ খান ভাসানী আজ এখানে ঘোষনা করেন যে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। অতএব এখন তার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে স্বাধীন দেশে সমাজতন্ত্র কায়েম করা। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি গতকাল শনিবার রাতে ভারত হতে প্রত্যাবর্তন করেছেন। তিনি স্বাধীন বাংলাদেশ সরকারকে সকল ব্যাপারে সহযোগিতা প্রদান করার জন্য জনগণের নিকট আহবান জানান। তিনি বলেন, শোষনহীন সমাজ প্রতিষ্ঠার জন্য বহু ত্যাগের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এনার সংবাদদাতার সাথে এক সাক্ষাৎকারে মওলানা ভাসানী বলেন, আওয়ামী শোষণহীন সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য যতদিন কাজ করবে ও বাস্তব পদক্ষেপ গ্রহন করবে, ততদিন তিনি আওয়ামী লীগকে সর্বান্তকরণে সমর্থন দিয়ে যাবেন। তিনি জনগণকে সতর্ক করে দিয়ে বলেন যে, নবলব্ধ স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনো চলছে। তিনি বলেন, কোনো কোনো বৃহৎশক্তি বাংলাদেশের সাথে পাকিস্তানের যোগসূত্র স্থাপনের প্রচেষ্টায় লিপ্ত। তবে, বাংলাদেশের জনগণ যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্টের পথ গ্রহণ করেছেন বলে প্রচলিত গুজবকে ‘আজগুবি’ বলে উড়িয়ে দেন এবং বলেন, এ ব্যাপারে আওয়ামী লীগের বা তার বাহিনীর কারো সাথে তার আলোচনা হয়নি। বামপন্থি ঐক্যের সম্ভাবনা সম্পর্কীয় এক প্রশ্নোত্তরে তিনি বলেন, এখন কমিউনিস্ট পার্টির খোলাখুলি করা উচিত। তিনি সুস্পষ্টভাবে বলেন যে, তিনি ন্যাপের মধ্যে থেকেই কাজ করবেন। তিনি বলেন, ন্যাপ প্রগতিশীল কর্মসূচী নিয়েই কাজ করবেন। তবে ন্যাপের ওপর কারো প্রভাব খাটানোর চেষ্টা করা উচিত নয়। কারণ শ্রেণী সংগঠন ও গণসংগঠনের কাজ কর্ম এই রূপ নয় বলে তিনি উল্লেখ করেন। পূর্বাহ্নে মওলানা ভাসানী টাঙ্গাইল ন্যাপ অফিস প্রাঙ্গণে এক সমাবেশে ভাষণ দেন।

       ৩০ জানুয়ারী ঢাকা রওনাঃ টাঙ্গাইলের সন্তোষ হতে বি,এস,এস পরিবেশিত অপর এক খবরে বলা হয় ন্যাপ প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী বলেন যে, তিনি আগামী ৩০ জানুয়ারি ঢাকা রওনা হবেন। এনার খবর অনুযায়ী উক্ত দিন ঢাকায় পৌছাবেন। বি,এস,এস-এর সাথে আলোচনা কালে তিনি বলেন,  আগামী ৬ ফেব্রুয়ারী ঢাকায় তার দলের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। টাঙ্গাইল হতে এনার খবরে বলা হয় যে, ন্যাপ প্রধান ন্যাপ সেক্রেটারি জনাব মসিউর রহমানকে দল থেকে বহিষ্কার সম্পর্কে কিছু জানেন না বলে উল্লেখ করেন। তিনি বলেন যে, তার ভারতে অবস্থানকালে ন্যাপ কার্যকরী কমিটির বৈঠক হয়েছে কিনা বা মসিউর রহমানকে বহিষ্কার করা হয়েছে কিনা সে সম্পর্কে কিছুই তিনি জানেন না বা কেউই তাকে জানান নি। সন্তোষ হতে বি,এস,সি অপর খবরে প্রকাশ, ন্যাপ প্রধান মওলানা ভাসানী দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত এক বাণীতে মুক্তিযুদ্ধকালে দেশবাসীর অতুলনীয় আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, পাকিস্তানি দখলদারবাহিনী সাংবাদিক, ছাত্র, বুদ্ধিজীবি, শ্রমিক ও কৃষকসহ ত্রিশ লক্ষ লোককে হত্যা করেছে এবং কোটি লোককে গৃহহারা করেছে। তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকলেরই সমাজতন্ত্র গড়ার কাজে সহযোগীতা দেয়া উচিত। দেশের এবং মুক্তি সংগ্রামের স্বার্থ বিরোধী কাজে লিপ্ত ব্যক্তিদের শাস্তি প্রদানের জন্য মওলানা ভাসানী সরকারের নিকট আহবান জানান। তবে তিনি উল্লেখ করেন যে, গণতন্ত্রের স্বার্থে এইসব লোককে আদালতে হাজির করা দরকার। তিনি বলেন, একজন দালালকেও রেহাই দেয়া উচিত নয় এবং জামাত, নেজামে ইসলাম, মুসলীম লীগ, পিডি পি, পি পি পি ‘র দালালদের বিচারের মাধ্যমে শাস্তি প্রদানে তার আপত্তির কিছু নেই। ১০৩

Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ২৩ জানুয়ারি ১৯৭২
Unicoded by Tushar Mondal

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!