1972.01.21 | পল্লী অঞ্চলে বিপর্যস্ত অর্থনীতি পুনর্গঠন কর্মসূচি চালুর উদ্যোগ
প্রধানমন্ত্রী বঙ৹বন্ধু চলতি সালে টেষ্ট রিলিফ কর্মসূচি বাবদ ব্যয়ের জন্য ১৬ কোটি টাকা বরাদ্ধ করেছেন। শনিবার বিএসএস পরিবেশিত খবরে বলা হয় : পল্লী অর্থনীতির মূল কাঠামো পুনরুদ্ধার ও উন্নয়নের মাধ্যমে দেশের বিপর্যস্ত আর্থিক জীবনের পুনর্গঠন এই টেষ্ট রিলিফ কর্মসূচির মুখ্য উদ্দেশ্য। সারা বাংলাদেশে অনতিবিলম্বে এই কর্মসূচি চালু করা হবে। এই প্রসঙ্গে এক সরকারি ঘোষণায় বলা হয় যে, গ্রামাঞ্চলে বেকার যুবকদের জন্য এই কর্মসূচি কর্মসংস্থানের সুযোগ এনে দিবে। এটা গ্রাম বাংলার জনমণ্ডলীর মধ্যে জাতীয় পুনর্গঠন কাজে শরীক হওয়ার চেতনা সৃষ্টি করবে। সরকারি ঘোষণায় আরো বলা হয় যে, অভাবগ্রস্থদের বিভিন্নভাবে সাহায্যদানের জন্য ইতোমধ্যে সম্ভাব্য সকল প্রকারের চেষ্টা করা হচ্ছে। টেষ্ট রিলিফ কর্মসূচি অনুযায়ী নিম্নলিখিত সংযোগ ও যোগাযোগ উন্নয়ন, সড়ক ও বাঁধ নির্মাণ ছোটো -খাটো সেচ পরিকল্পনা বাস্তবায়ন, নৌ চলাচলের সুবিধা ও সেচ ব্যবস্থার জন্য খাল খনন এবং জনকল্যাণার্থে অন্যান্য ধরনের কাজ।
টেষ্ট রিলিফের মহকুমা ওয়ারী বরাদ্দ (লক্ষ টাকা হিসেবে) : নাটোর ১৬, রাজশাহী সদর ২২, নবাবগঞ্জ ২১, নওগাঁ ২৮, গোয়ালন্দ ১৩.৫, ফরিদপুর সদর ২৬, মাদারিপুর ৩৮, গোপালগঞ্জ ২১, পাবনা ৩০, সিরাজগঞ্জ ৩৬, ঢাকা সদর ২৫, ঢাকা সদর দক্ষিণ ৪০, নারায়ণগঞ্জ ৫০, মুন্সীগঞ্জ ২০, মানিকগঞ্জ ২৫, নোয়াখালি সদর ৫৪, ফেনী ১৭, চট্টগ্রাম সদর উত্তর ৪৮, চট্টগ্রাম সদর দক্ষিণ ৩০, কক্সবাজার ১৬, বান্দরবন ২.৫, রামগড় ৩.৫, ঠাকুগাঁ ২১, দিনাজপুর সদর ৩২, খুলনা সদর ২৬, সাতক্ষীরা ২৫, বাগেরহাট ২৫, নীলফামারী ২২, রংপুর ৩৬, কুড়িগ্রাম ২৮, গাইবান্ধা ৩০, ব্রাহ্মণবাড়িয়া ৪০, কুমিল্লা সদর দক্ষিণ ৩২, কুমিল্লা সদর উত্তর ২৮, চাঁদপুর ৪০, ঝিনাইদাহ ২২, মাগুরা ১১, নড়াইল ১২, যশোর সদর ২৫, কুষ্টিয়া সদর ২০, মেহেরপুর ৬, চুয়াডাঙ৹া ৯, সুনামগঞ্জ ২৭, সিলেট সদর ৩২, মৌলভীবাজার ২৩, হবিগঞ্জ ২৬, বরিশাল দক্ষিণ ২৩, বরিশাল উত্তর ২৬, পিরোজপুর ২৯, ভোলা ২২, পটুয়াখালি সদর ২৪, বরগুণা ১০, ময়মনসিংহ সদর উত্তর ২৬, জামালপুর ৪৬, ময়মনসিংহ সদর দক্ষিণ ৩৬, নেত্রকোনো ৩৫, কিশোরগঞ্জ ৪০, বগুড়া ৫০, টাঙ৹াইল ৪৭। ৯৫
রিলিফ ও পুর্নবাসনের জন্য ১৫ কোটি টাকা মঞ্জুর
রিলিফ পুর্নবাসন ও উদাস্তুদের স্থানান্তরের জন্য বাংলাদেশ সরকার এ পর্যন্ত ১৫ কোটি টাকা মঞ্জুর করেছে। ব্যাপক ভিত্তিক রিলিফ ও পুর্নবাসন কাজে প্রাথমিক ব্যয় বরাদ্দরূপে এ অর্থ দেয়া হয়েছে। আলোচ্য ১৫ কোটি টাকার মধ্যে ৫ কোটি টাকা ডিসেম্বরে দেয়া হয়েছে। এই অর্থের মধ্যে দুই কোটি টাকা দেয়া হয়েছে গৃহনির্মাণের কাজ এবং এক কোটি এক লক্ষ খয়রাতি সাহায্য হিসেবে দেয়া হয়েছে। অবশিষ্ট দশ কোটি টাকা সম্প্রতি এই একই উদ্দেশ্যে দেযা হয়েছে। ৯৬
Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ২২ জানুয়ারি ১৯৭২
Unicoded by Nizam Ali