You dont have javascript enabled! Please enable it!

1972.01.20 | আরও পাঁচটি দেশের স্বীকৃতি দানের সিদ্ধান্ত

আরও পাঁচটি দেশ নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, অস্ট্রিয়া, বার্বাডোস শুক্রবার বাংলাদেশকে স্বীকৃতি দানের সিদ্ধান্ত গ্রহণ করে। এএফপি ও পিটিআই-এর খবরে একথা বলা হয়। নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডের উক্ত কর্মপন্থার ফলে স্কান্ডিনেভীয়  সবকয়টি দেশই এক্ষনে বাংলাদেশকে স্বীকৃতি দানের সিদ্ধান্ত করবে। গত বৃহস্পতিবার অন্যতম স্কান্ডিনেভীয় দেশ ডেনমার্ক বাংলাদেশকে স্বীকৃতি দানের ঘোষণা করে।  সুইডেন যেকোন মুহূর্তে স্বীকৃতিদানের বিষয়টি জানাতে পারে বলে খবরে আরও বলা হয়।  এই পর্যন্ত পূর্ব ইউরোপের ৩টি সমাজতন্ত্রী দেশসহ (বুলগেরিয়া, পোল্যান্ড ও পূর্ব জার্মান)  মোট ৮টি ইউরোপিয় দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিল। আমেরিকা মহাদেশে বার্বাডোসই সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। বার্বাডোস কমনওয়েলথেরও সদস্য।

           কমনমার্কেট রাজনৈতিক কমিটিতে আলোচনাঃ বন হতে এ,এফ,পির খবরে বলা হয়, ইউরোপীয় কমনমার্কেট রাজনৈতিক কমিটি বাংলাদেশকে স্বীকৃতি দানের বিষয়ে আলোচনা চালাচ্ছে। পশ্চিম জার্মানির পররাষ্ট্রমন্ত্রী  ওয়ালটার শীল এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন। নয়াদিল্লির খবরে বলা হয়, পশ্চিম জার্মানি ভারতে জানিয়ে দিয়েছে যে, বাংলাদেশকে স্বীকৃতি দানের বেপারে ইউরোপীয় সাধারন বাজারভুক্ত দেশগুলি একযোগে সিদ্ধান্ত গ্রহণ করবে। পশ্চিম জার্মানির পররাষ্ট্র দফতরের সেক্রেটারি মি. পলফ্রাংক শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। নরওয়ে পররাষ্ট্রমন্ত্রী এন্ড্রিয়াস ক্যাপেলিন গতকাল স্টটিং (পার্লামেন্ট) এর এক বিতর্ককালে বাংলাদেশকে স্বীকৃতি দানের সিদ্ধান্ত ঘোষণা করেন।

          মঙ্গলবারের মধ্যে ঢাকায় হাঙ্গেরিয় মিশনের উদ্বোধনঃ      হাঙ্গেরি আগামী সোম-মঙ্গলবারের মধ্যে ঢাকায় একটি মিশন খুলতে পারে। নয়াদিল্লিস্থ হাঙ্গেরিয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মি. গেজা, রুবকা গতকাল শুক্রবার ঢাকায় এই তথ্য প্রকাশ করেন। রুবকা ঐদিন অপরাহ্নে বঙ্গবন্ধুর সাথে  সাক্ষাৎ করেন। তিনি ‘এনা’র প্রতিনিধিকে বলেন যে, মুক্তিযুদ্ধের সময় হাঙ্গেরি বাংলাদেশবাসীকে সাহায্য সম্ভার পাঠিয়ে ইতোপূর্বেই একধরনের স্বীকৃতি দান করেছেন।

      চেকোশ্লোভাকিয়ার পূর্ণাঙ্গ মিশন প্রতিষ্ঠার সিদ্ধান্তঃ   চেকোশ্লোভাকিয়া ঢাকায় অবস্থিত স্বীয় বাণিজ্যিক প্রতিনিধির অফিসকে পূর্ণাঙ্গ মিশনে উন্নীত করার সিদ্ধান্ত করেছে। বর্তমানে ট্রেড কমিশনার ড. ডি ডি ক্রুসিল সেক মিশনের প্রধান নিযুক্ত হয়েছেন। চেক প্রজান্তের বিশেষ দূত ড. এমিল রুসেকা বঙ্গবন্ধুর সাথে সাক্ষাতের পর সাংবাদিকের নিকট এই তথ্য প্রকাশ করেন। তিনি বললেন, প্রাগে নিযুক্ত সাবেক পাকিস্তান ট্রেড কমিশনার চেক রাজধানীতে বাংলাদেশের মিশন খুলবেন  বলে বঙ্গবন্ধুকে জানিয়েছেন।

Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ২১ জানুয়ারি ১৯৭২
Unicoded by Turzo Ahmed Tasin

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!