1972.01.20 | গনহত্যার তদন্তের জন্য জাতিসংঘট্রাইব্যুনাল চাই- বঙ্গবন্ধু
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন যে, বাংলাদেশে গণহত্যার বিষয়টি তদন্ত করার জন্য একটি ট্রাইবুনাল গঠন করার উদ্দেশ্যে জাতিসংঘকে এগিয়ে আসতে হবে। শুক্রবার সকালে সেক্রেটারিয়েট ভবনে বিশ্বশান্তি পরিষদের একটি প্রতিনিধিদলের নিকট বঙ্গবন্ধু উপরোক্ত অভিমত প্রকাশ করেন। বঙ্গবন্ধু বলেন এ বিষয়ে জাতিসংঘের এগিয়ে আসা উচিত এই জন্য যে, নিরীহ বেসামরিক জনসাধারণকে ব্যপকভাবে নিধন করার কার্যে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল কিংবা যারা এই হত্যাকান্ডের পরিকল্পনা তৈরির জন্য দায়ী ছিল তাদের অনেকে এখন বাংলাদেশ সরকারের আওতার বাইরে রয়েছে। ন্যায় বিচারের স্বার্থে এদেরকে কিছুতেই শাস্তির হাত থেকে রেহাই দেয়া যেতে পারে না। গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের যারা বাংলাদেশে সরকারের আওতায় রয়েছে তাদের সম্পর্কে বঙ্গবন্ধু বলেন যে, দেশের আইন অনুযায়ী তাদের বিচার হবে। তবে তিনি যেকোন পরাধীন জাতির স্বাধীনতা আন্দোলনকে তাঁর সরকার সমর্থন করবে।
Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ২০ জানুয়ারি ১৯৭২
Unicoded by Turzo Ahmed Tasin