You dont have javascript enabled! Please enable it!

1972.01.20 | শিক্ষা পুনর্বাসনকল্পে ৫১ কোটি টাকার প্রকল্প

পাকিস্তান হানাদারবাহিনী কর্তৃক দেশব্যাপী সংঘটিত ধ্বংসলীলায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং ছাত্রদের পুনর্বাসনকল্পে বাংলাদেশ শিক্ষা দফতর আনুমানিক ৫১ কোটি টাকার এক প্রকল্পের রূপরেখা প্রণয়ন করেছে বলে ‘এনা’ পরিবেশিত খবরে বলা হয়। ‘এনা’র সাথে আলোচনাকালে শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী জোর দিয়ে বলেন যে, এই পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করার কাজ খুবই ব্যাপক গুরুত্বপূর্ণ। এই বিশাল দায়িত্ব ধাপে ধাপে এবং অত্যন্ত দ্রুতগতিতে পালন করার ব্যাপারে তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন। প্রাথমিক হিসাবে জানা যায় যে, পাকিস্তানবাহিনীর হামলায় দেশের চারশত কলেজ, চার হাজারের অধিক মাধ্যমিক স্কুল এবং অগণিত প্রাইমারী স্কুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিরও যথেষ্ট ক্ষতি হয়েছে। ইতিপূর্বে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে তাদের ক্ষয়-ক্ষতির বিবরণ এবং কাজ পুনরাম্ভ করার নূন্যতম চাহিদা সম্পর্কে অবিলম্বে শিক্ষা দফতরে অবহিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, গৃহ, ভবন, লাইব্রেরি ও গবেষণাগারের ক্ষতির পরিমাণ এত বেশি যে, সেগুলির পুনঃনির্মাণ ও পুনর্গঠন ও বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। তিনি বলেন, বহু ক্ষেত্রে ছাত্র বলে পরিচয় পাওয়া মাত্রই তাদের গুলি করে হত্যা করা হয়েছে। পাকিস্তান দখলদারবাহিনী ও তাদের দালাল আলবদরবাহিনী পরিকল্পিতভাবে স্থানীয় বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করে তাদের অপহরণ করেছে এবং নৃশংসভাবে হত্যা করেছে।

Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ২০ জানুয়ারি ১৯৭২
Unicoded by Nayeem Uddin Akash

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!