You dont have javascript enabled! Please enable it! 1972.01.20 | বাংলাদেশের জন্য আড়াই লক্ষ টন খাদ্যশস্য আসছে - সংগ্রামের নোটবুক

1972.01.20 | বাংলাদেশের জন্য আড়াই লক্ষ টন খাদ্যশস্য আসছে

বঙ্গবন্ধুর সাথে আলোচনার পর বাইরে এসে মি. পলমার্ক হেনরী অপেক্ষমান সাংবাদিকদের নিকট বলেন যে, জাতিসংঘ এবং বাংলাদেশ সরকার যৌথভাবে একটি সাহায্য ও পুনর্বাসন কর্মসূচির কাজে হাত দিচ্ছে। আড়াই লক্ষ টন খাদ্যশস্য ইতোমধ্যেই বাংলাদেশে আসার পথ রয়েছে। এছাড়া জাতিসংঘ প্রতি মাসে ২লক্ষ টন খাদ্যশস্য সরবরাহ করতে প্রস্তুত। এক প্রশ্নের উত্তরে তিনি জানান যে, জাতিসংঘ বর্তমান মুহূর্তে বিশেষ করে খাদ্য, যোগাযোগ, বাসস্থান প্রভৃতির মতো জরুরি প্রয়োজন মেটাবার ব্যাপারে সাহায্য সহযোগিতা প্রদানে প্রস্তুত।  এছাড়া পরিবহনের জরুরি প্রয়োজন মিটানোর জন্য জাতিসংঘ বিমান সরবরাহের কথাও বিবেচনা করে দেখবে। তিনি প্রকাশ করেন যে, জাতিসংঘ ৪শত ট্রাক সরবরাহ করবে। তারমধ্যে ২শত ইতোমধ্যেই আসার পথে রয়েছে। এসব ব্যাপারে জাতিসংঘ এবং বাংলাদেশ সরকার শীঘ্রই যৌথভাবে একটি ব্যাপক পরিকল্পনা তৈরি করছে। মি. পলমার্ক হেনরী এখন বাংলাদেশের প্রয়োজনীয়তা নিরূপণ করছেন। তিনি নিউইয়র্ক ফিরে গিয়ে সেক্রেটারি জেনারেলের নিকট রিপোর্ট পেশ করবেন।

Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ২০ জানুয়ারি ১৯৭২
Unicoded by Nayeem Uddin Akash