1972.01.19 | ইয়াহিয়া ভুট্টোকে গ্রেফতারের পরিকল্পনা করেছিল
কারাচি। অদ্য করাচি একটি পত্রিকায় এই অভিযোগ করা হয় যে, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান বর্তমান প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোকে গত ডিসেম্বর মাসে গ্রেফতার করার পরিকল্পনা করেছিলেন। ভুট্টো জাতিসংঘ হতে প্রত্যাবর্তনের পরই তাকে গ্রেফতার করার পরিকল্পনা করা হয়। “দি সান ” পত্রিকার রাওয়ালপিন্ডি সংবাদদাতা এক নিবন্ধে জানিয়েছেন যে, জনাব ভুট্টোর বিরুদ্ধে শক্তি প্রয়োগের মাধ্যমে জেনারেল ইয়াহিয়া খানের সামরিক সরকারকে উচ্ছেদ করার অভিযোগ আনার কথা ছিল। পত্রিকাটিতে বলা হয়, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান নবনিযুক্ত সহকারী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসাবে সংযুক্ত কোয়ালিশন পার্টির খান আবদুল কাইয়ুম খানকে জনাব ভুট্টোর স্থলে নিয়োগের পরিকল্পনা করেন। রিপোর্টে আরো বলা হয়, জনাব ভুট্টো সড়কপথে আফগানিস্তান সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করার জন্য পেশোয়ার পুলিশকে নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে জনাব ভুট্টো নিউইয়র্ক হতে লন্ডন ও রোম হয়ে পাকিস্তানে প্রত্যাবর্তন করেন। এই সময়ের মধ্যে ঢাকার পতন হয়। পত্রিকায় অভিযোগ করা হয়, পাকিস্তানের সরকার পরিবর্তনের পূর্বে টেলিফোনে পেশোয়ার কর্তৃপক্ষকে জনাব ভুট্টোকে গ্রেফতারের পরিকল্পনা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নষ্ট করে ফেলার নির্দেশ দেয়া হয়।
Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ১৯ জানুয়ারি ১৯৭২
Unicoded by Nayeem Uddin Akash