1972.01.19 | বাংলার কাগজ বন্ধ হওয়াতে পাকিস্তানি কাগজের মূল্য দ্রুত বৃদ্ধি
নয়াদিল্লি। বাংলাদেশ হতে কাগজ সরবরাহ বন্ধ হওয়ার ফলে পাকিস্তানে কাগজের মূল্য দ্রুত বৃদ্ধি পেয়েছে। করাচির ‘ডন’ পত্রিকায় প্রকাশিত ‘এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের’ এক খবরে বলা হয়, পাকিস্তান সরকার কাগজের ডিলার এবং উৎপাদনকারীদের এই মর্মে সতর্ক করেছেন যে, তারা উচ্চ মূল্য গ্রহণ বন্ধ না করলে পাইকারী জরিমানা করা হবে। উল্লেখযোগ্য যে, পাকিস্তান সরকারের ১৯৭১ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আদেশের মধ্যে কাগজও অন্তর্ভুক্ত। পাকিস্তান সরকার ইতোমধ্যে চামড়ার জুতা, জেরিকেন্স, সুতী সেলুলার শার্টিং, ড্রিল এবং পপলিন অত্যাবশ্যকীয় পণ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ১৯ জানুয়ারি ১৯৭২
Unicoded by Nayeem Uddin Akash