You dont have javascript enabled! Please enable it!
1972.01.19 | দেশ পুনর্গঠনের কাজে গ্রামেগন্জে ছড়িয়ে পড়ুন
ভারতের প্রখ্যাত সাহিত্যিক ড. মুকুলরাজ আনন্দ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন ও পুনর্বাসনের কাজে অংশগ্রহণের উদ্দেশ্যে দেশের গ্রামে-গন্জে ছড়িয়ে পড়ার জন্য তরুণ সমাজের প্রতি আহবান জানান। ড. আনন্দ বুধবার নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগের প্রাক্কালে বার্তা প্রতিষ্ঠার ‘এনা’র সাথে এক বিশেষ সাক্ষাৎকারে  এই কতা বলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংরার স্বাধীনতা সংগ্রামে তরুণ সমাজ যে উৎসাহ-উদ্দীপনায় ঝাঁপিয়ে পড়েছিলেন, তেমনভাবে দেশ পুনর্গঠনের কাজেও অগ্রসর হবেন। গ্রাম পর্যায় হতে পুনর্গঠনের কাজ শুরু করার পক্ষে তিনি অভিমত প্রকাশ করেন। ড. মুকুলরাজ আনন্দ উর্লেক করেন যে, তরুণরাই গণগন্ত্র ধর্মনিরপেক্ষতা ও সমাজগন্ত্রে ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’ গঠন করবে।  এ প্রশ্নের জবাবে বরেণ্য ভারতীয় সাহিত্যিক বলেন, বাংলাদেশ তার প্রথম সফরের লব্ধ অভিজ্ঞতার ভিত্তিতে তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয়ের ওপর উপন্যাস ও বইপত্র লিখবেন। তিনি আরো বলেন, বাংরাদেশের বুদ্ধিজীবিদের সুপরিকল্পিত হত্যার জন্য দায়ী পাকিস্তানী অপরাধীদের বিচারের জন্য একটি আন্তর্জাতিক ট্রাইব্যুণঅল গঠনের পক্ষে দেশ ও বিধেশে জনমত সৃষ্টির উদ্দেশ্যে তিনি কাজ শুরু করবেন। ড. আনন্দ বলেন, তিনি ভিয়েতনাম যুদ্ধের জন্য গঠিত বাট্রান্ট রাসেল যুদ্ধ ট্রাইব্যুনালের একজন সদস্য। বাংলাদেশের জন্যও অনুরুপ একটি ট্রাইব্যুনাল গঠনের ব্যাপারে তিনি প্রভাব বিস্তারে প্রয়াসী হবেন। ঢ. আনন্দ জানান যে, বাংলাদেশের ত্রাণ ও পুনর্বাসন কাজের জন্য তিনি তহবিল সংগ্রহ করবেন। তিনি বলেন, এই তহবিল মহিলা ও শিশুদের জন্য সংরক্ষিত থাকবে।৭৪
Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ১৯ জানুয়ারি ১৯৭২

Unicoded by Anik Debnath

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!