1972.01.17 | দালাল সরকরি কর্মচারীদের অপসারণ করতে হবে
পটুয়াখালীতে ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত এক জনসভায় ছাত্রলীগের প্রমোদ সম্পাদক জনাব শেখ ফজলুল করিম সেলিম বলেন যে, কিছু সংখ্যক রাজাকার, আল-বদর ও পাকিস্তান বাহিনীর দালাল ভুয়া গণবাহিনী সাজিয়ে বাংলার জনগণের উপর অত্যাচার করছে। এই সমস্ত ভুয়া গণবাহিনীকে ধরে দেওয়ার জন্য তিনি দেশের জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন যে, কিছু সংখ্যক দালাল কর্মচারী এখনো তাদের চাকরিতে বহাল আছে, এদের অপসারণ করা না হলে শেখ মুজিবের বাংলাকে ‘সোনার বাংলায়’ রুপ দেওয়ায় জনগণের সমস্ত আশা ভরসা ব্যার্থ হবে। তিনি বলেন যে, ২৫শে মার্চের পূর্বে সরকারি কর্মচারীদের মধ্যে যে আমলাতান্ত্রিক মনোভাব ছিল, তার অবসান করে তাদেরকে জনগণের খাদেম হিসেবে কাজ করিয়ে নিতে হবে। তিনি বলেন, স্বাধীনতা কোনো ব্যাক্তি বিশেষের জন্য আসে নাই, বাংলার প্রতিটি মানুষ সমান ভাবে স্বাধীনতা উপভোগ করবে। এই স্বাধীনতা উপভোগের জন্য এক্ষণেই বাংলার প্রতিটি ছাত্র, কৃষক শ্রমিককে দেশ পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে। ছাত্রলীগ নেতা জনাব আবদুস শহীদ খান যে কোনো মূল্যে বিশ্বের তৃতীয় মতবাদ ‘ মুজিববাদ’ প্রতিষ্ঠা তথা বাংলার প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসা ও বাঁচার নিশ্চয়তা বিধান করার জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম করে যাওয়ার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন জনাব আব্দুল মজিদ। আতাউর রহমান, সাইদুল আলম (সাঈদ), আজিজুল হক, কাউসার ও দেলোয়ার হোসেন সভায় বক্তৃতা করেন।৬৭
Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ১৮ জানুয়ারি ১৯৭২
Unicoded by Mahmood Don