You dont have javascript enabled! Please enable it!

1972.01.17 | স্বাধীনতা আন্দোলন বিরোধী আইনজীবীদের বিচারের দাবি

বাংলাদেশ আইনজীবী সমিতির সম্পাদক কাজী আব্দুল খালেক পাকিস্তানী বাহিনীর বর্বর আচরণের সমর্থক এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিরোধী ৩৮ জন এডভোকেটের যথাপোযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার সংবাদপত্রের এক বিবৃতিতে তিনি বলেন যে, উপরোক্ত এডভোকেটবৃন্দ পাকিস্তান বাহিনীর সামরিক আচরণের প্রতি শুধুমাত্র সমর্থন জ্ঞাপনই করেন নাই, সংবাদপত্রের বিবৃতির মাধ্যমে স্বাধীনতা আন্দোলনের তীব্র নিন্দাও করেছেন।
তিনি বলেন যে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অশুভ চক্রান্ত বাস্তবায়িত করতে পাকিস্তানী যুদ্ধাপরাধী ও তাদের দোসরগন বর্বরতা ও নৃশংসতার সীমা ছাড়িয়ে গিয়েছে। তিনি বলেন যে, সরকারের উচিত তাদের বিরুদ্ধে অবিলম্বে যথোপযুক্ত বিচার ও শাস্তিদানের ব্যবস্থা করা।
কোলকাতা যাত্রা: বাংলাদেশ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী আবুল খালেক মঙ্গলবার নয়াদিল্লির পথে কোলকাতা যাত্রা করেন। যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে আন্তর্জাতিক কমিশন গঠন ও তদন্তের ব্যাপারে ভারতের প্রখ্যাত আইনজীবীদের সাথে তিনি সেখানে আলোচনা করবেন বলে জানা গেছে।৬৬

Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ১৮ জানুয়ারি ১৯৭২
Unicoded by Mahmood Don

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!