You dont have javascript enabled! Please enable it!

1972.01.17 | মুনাফাখোর ও অসাধু ব্যবসায়ীরা সাবধান- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মুনাফাখোর ও অসাধু ব্যবসায়ীদের সাবধান করে দিয়ে বলেন যে, যদি অধিক মুনাফা লাভের আশায় বর্তমান পরিস্থিতির সুযোগ গ্রহনের চেষ্টা করা হয় তাহলে তার পরিনতি ভয়াবহ হবে। রবিবার তার সরকারি বাসভবনের সম্মুখে বাস্তুহারাদের এক সমাবেশে বক্তৃতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমি সংবাদ পেয়েছি যে, কতিপয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। আমি আরো শুনেছি যে, কোনো কোনো লোক বর্তমান পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির চেষ্টা করছে। আমি এই সমস্ত লোকদের এরূপ কার্যকলাপ থেকে বিরত থাকার এবং জনগণের দুঃখ দুর্দশা বৃদ্ধি না করার অনুরোধ জানাচ্ছি। যদি তারা আমার উপদেশে কান না দেয় তাহলে আমি তাদের সতর্ক করে দিতে চাই যে, এর পরিণতি খুবই ভয়াবহ হবে। জনগনের দুঃখ দুর্দশা বৃদ্ধি পাক, এমন কোনো কার্যকলাপ আমরা বরদাশত করব না।

Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ১৭ জানুয়ারি ১৯৭২
Unicoded by Mohiuddin Mohin

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!