You dont have javascript enabled! Please enable it!

1972.01.16 | কতিপয় গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ

         বাংলাদেশ সরকারের প্রশাসনিক পদে কতিপয় গুরুত্বপূর্ণ নিয়োগ করা হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিক্স এর পরিচালক ড. নূরুল ইসলামকে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে। ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশনের চেয়ারম্যান জনাব এ এন হামিদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য জনাব এ, আর মল্লিক শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। জনাব মোহাম্মদ মহিউল ইসলামকে অর্থ দপ্তরের সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়েছে। কলিকাতাস্থ বাংলাদেশ মিশনের প্রধান জনাব এম, হোসেন আলী তথ্য ও বেতার দপ্তরের সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। বাংলাদেশ শিল্প উন্নয়ন কর্পোরেশনের ফাইন্যান্স ডিরেক্টর জনাব এ, এস, নূর মোহাম্মদকে বাণিজ্য দপ্তরের সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে। পূর্ত, গৃহ নির্মাণ, বিদ্যুৎ ও সেচ দপ্তরের সেক্রেটারি জনাব এ, এম খানকে খাদ্য ও সিভিল সাপ্লাই দপ্তরের সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে। জনাব মোহাম্মদ রফিকুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি নিযুক্ত হয়েছেন এবং তিনি সরকারের সেক্রেটারি পদমর্যাদা লাভ করবেন। বাণিজ্য দপ্তরের সেক্রেটারি জনাব মোহাম্মদ লুৎফর রহমান জুট বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। সাবেক পূর্ব পাকিস্তান সরকারের অতিরিক্ত চীপ সেক্রেটারি জনাব মোহাম্মদ নূরুল ইসলামকে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল জনাব তসলিম উদ্দিন আহমদকে স্বরাষ্ট্র দফতরের সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে। জনাব মঈনুল ইসলামকে পূর্ত ও গৃহ নির্মান দপ্তরের সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়েছে। শিক্ষা দফতরের সেক্রেটারি জনাব মহিউদ্দিন আহমেদ শ্রম, সমাজকল্যাণ এবং পরিবার পরিকল্পনা দপ্তরের সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। বাংলাদেশ ওয়াপদার জেনারেল ম্যানেজার জনাব এস এম আল হোসানী বিদ্যুৎ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ দফতরের সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। জুট বোর্ডের সেক্রেটারি জনাব এ এম তাহের ভূমি রাজস্ব দফতরের সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। জনাব আব্দুল হাশেম প্রধানমন্ত্রীর জনসংযোগ অফিসার নিযুক্ত হয়েছেন। তথ্য ও বেতার দপ্তরের ফিল্ড ডিভিশন প্রধান জনাব এ কে এম মাহবুবুর রহমান বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন। জনাব তোফায়েল আহমেস এম.এন.এ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। জনাব মাহবুবুল আলম প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এবং জনাব আমিনুল হক বাদশাহ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারি নিযুক্ত হয়েছে। এস্টাবলিস্টম্যান্ট ডিভিশনের অফিসার অন স্পেশাল ডিউটি জনাব আকবর আলী উক্ত ডিভিশনের ডেপুটি সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনালের চীফ রিপোর্টার জনাব মোহাম্মদ হাবিবুর রহমান গত ১ জানুয়ারি হতে শিক্ষা ও সংস্কৃতি দফতরের জনসংযোগ অফিসার নিযুক্ত হয়েছেন।  জনাব মহিউদ্দীন প্রধানমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। জনাব এস এম হালিম প্রধানমন্ত্রীর সহকারি প্রাইভেট সেক্রেটারি, মি. এম ডি রোজারিও প্রধানমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। করাচির সাবেক পি সি এস আই আর-এর এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব আমিনুল হক চৌধুরী শিক্ষামন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। উইং কমান্ডার এস আর মীর্জা ১৮ ডিসেম্বর হতে বেসামরিক বিমান চলাচল বিভাগের ডিরেক্টরের দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশ ওয়াবদার সদস্য (প্রশাসন) জনাব এ এস এম আহমেদ এস্টাবলিস্ট ডিভিশনের অফিসার অন স্পেশাল ডিউটি নিযুক্ত হয়েছেন। স্বরাষ্ট্র দফতরের অফিসার জনাব এ এস এম নূরুন্নবী কেবিনেট এফেয়ার্সের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। স্টাবলিস্টম্যান ডিভিশনের এসাইনমেন্ট অফিসার জনাব জি কে এস এম শাহজাহান আলী কেবিনেট এয়ার ফোর্সের সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। মিস্টার চিত্তহরণ শাহ সেকশন অফিসার (অস্থায়ী) পূর্ত, গৃহনির্মাণ, বিদ্যুৎ এবং সেচ দপ্তরের সেকশন অফিসার নিযুক্ত হয়েছেন। ৩৪

Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ১৭ জানুয়ারি ১৯৭২
Unicoded by Tushar Mondal

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!