You dont have javascript enabled! Please enable it! 1972.01.15 | রাজশাহীতে ৬ জনের লাশ উদ্ধার - সংগ্রামের নোটবুক

1972.01.15 | রাজশাহীতে ৬ জনের লাশ উদ্ধার

রাজশাহী শহরের কেন্দ্রস্থলে একটি গর্ত হতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও স্থানীয় অন্যান্য কলেজের ৬ জন ছাত্রের মৃতদেহ উদ্ধারের পর কুখ্যাত আলবদরবাহিনীর দ্বারা সংগঠিত ঘৃণ্য অপরাধের হদিস পাওয়া গেল। যাদের লাশ উদ্ধার  করা হলো : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ অর্থনীতির (অনার্স) ছাত্র পাবনা জেলার অধিবাসী মোহাম্মদ আলী; ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র দ্বিতীয় বর্ষের পাবনার শওকত রেজা; ইঞ্জিনিয়ারিং কলেজের ১ম বর্ষের ছাত্র পাবনার মোজাম্মেল হক; রাজশাহী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ইংরেজী অনার্সের ছাত্র রাজশাহীর আব্দুল মান্নান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজশাহীর মোহাম্মদ ইয়াকুব। সব কয়টি লাশই বোয়ালিয়া থানার নিকট আলবদরবাহিনীর কসাইখানার উত্তর দিকে অবস্থিত একটি পরিখায় স্তুপীকৃত অবস্থায় পাওয়া গেছে। লাশের সন্ধান পেয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অধ্যাপক ও ছাত্রবৃন্দ ঘটনাস্থলে গমন করেন এবং লাশগুলো সনাক্ত করার পর তাদের নামাজ-ই জানাজা ও যথাযথ মর্যাদার সাথে সমাহিত করার ব্যবস্থা করেন। প্রকাশ, মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর নিকট হানাদার পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের প্রাক্কালে গত ১২ ডিসেম্বর ফ্যাসিস্ট বদরবাহিনীর লোকেরা এই হতভাগ্য ছাত্রদের অপহরণ করে।(২৭)

Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ১৫ জানুয়ারি ১৯৭২
Unicoded by নিজাম আলী