1972.01.15 | আইন শৃংখলা প্রশ্নে সরকারি নির্দেশ
শনিবার জারিকৃত বাংলাদেশ সরকারের এক প্রেসনােটে বলা হয় , বাংলাদেশ সরকার এ বিষয়টি সুস্পষ্ট করে দিয়েছেন যে , আইন ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব বেসামরিক কর্তৃপক্ষের এবং আইন ও শৃঙ্খলা লংঘন অথবা শান্তি ভঙ্গের ক্ষেত্রে কেবল তারাই ব্যবস্থা গ্রহণ করবেন । দালাল ও অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বেসামরিক এজেন্সিগুলিকেও নির্দেশ দেয়া হয়েছে । আইন ভঙ্গকারী সকল ব্যক্তিরই আইন মােতাবেক বিচার হবে এবং কারও স্বহস্তে আইন তুলে নেয়া উচিত হবে না । বেসামরিক পুলিশ অথবা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত এজেন্সিসমূহ ছাড়া গ্রেফতার , তল্লাশি অথবা ঘরবাড়ি ও যানবাহনসহ কোনাে সম্পত্তি দখল বা আটক করা চলবে না । দালাল অথবা অপরাধিদের সন্ধান পেলে তাদের প্রতি নজর রাখা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের জন্য বেসাময়িক পুলিশকে খবর দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন । বেসামরিক কর্তৃপক্ষের সাহায্যার্থে এবং অন্যকোনাে প্রয়ােজনে তাদের সাহায্যের জন্য অনুরোধ না জানানাে পর্যন্ত দল , রাজনীতি অথবা গ্রুপ নির্বিশেষে কোনাে অনিয়মিত মুক্তিযোদ্ধাই সশস্ত্র অবস্থায় জনসম্মুখে বাহির হতে পারবে না। (২২)
Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ১৫ জানুয়ারি ১৯৭২
Unicoded by Tushar Mondal