You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধু ও তার দল সমাজতন্ত্রের প্রতিষ্ঠা নিশ্চিত করবেন

সমাজতন্ত্রী আন্তর্জাতিক নেতার আশাবাদ সমাজতন্ত্রী আন্তর্জাতিকের সেক্রেটারি জেনারেল মিস্টার হাল জেনিৎস এই মর্মে আশা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও তার দল বাংলাদেশ গণতান্ত্রিক সমাজের কাঠামাের মধ্যে সমাজতন্ত্র প্রতিষ্ঠাকে নিশ্চিত করতে পারবেন। মঙ্গলবার এনা পরিবেশিত খবরে জানা যায় যে, সমাজতান্ত্রিক আন্তর্জাতিক নেতা মিস্টার হান্স জেনিৎস পাঁচ দিন ব্যাপী বাংলাদেশ সফরের শেষপাদে ঐ দিন অপরাহ্নে এক সাংবাদিক সম্মেলনে বক্তৃতা করছিলেন। তিনি বলেন, তার সংগঠন আন্তরিকভাবে এই কামনা করে যে, সহযােগিতা ও পারস্পরিক মতামত বিনিময়ের জন্য বিশ্বের অন্যান্য সমাজতান্ত্রিক দলের সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে তুলবে। সমাজতন্ত্রী নেতা উল্লেখ করেন যে, পাকিস্তানের কারাগার হতে শেখ সাহেবের মুক্তি বাংলাদেশের স্বাধীন সত্তাকে পূর্ণাঙ্গ করেছে। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানে বিলম্ব করা অন্যান্য রাষ্ট্রের উচিত হবেনা। বাংলাদেশের অধিনায়কত্ব গ্রহণ করার জন্য তিনি বঙ্গবন্ধুকে অভিনন্দন জানান। গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে শেখ সাহেবের শতসহস্র অনুগামীর আত্মদানের জন্য মি. হান্স জেনিৎস তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এক প্রশ্নের জবাবে সমাজতন্ত্রী নেতা বলেন, তিনি বিশ্বাস করেন, তার সংগঠনের সাথে আওয়ামী লীগের ঘনিষ্টতম সম্পর্ক গড়ে উঠবে। মি. হ্যান্স জানান যে, ভিয়েতনামে সমাজতন্ত্রী আন্তর্জাতিকে পরবর্তী কংগ্রেস অনুষ্ঠিত হবে তাতে অন্যান্য বিষয়ের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গে আলােচনা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন যে, সমাজতন্ত্রী আন্তর্জাতিকের ‘পরবর্তী কমরেড’ হবে বাংলাদেশ আওয়ামী লীগ। তিনি এই মর্মে অভিমত প্রকাশ করেন যে, গণসমাজতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠার ফলে সমাজতন্ত্রের কেন্দ্র ইউরােপ হতে এশিয়ায় স্থানান্তরিত হয়েছে।৮

Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ১২ জানুয়ারি ১৯৭২

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!