দৈনিক পয়গাম
২৫শে ফেব্রুয়ারি ১৯৬৯
শেখের সহিত আমার আলোচনা সন্তোষজনক : আজম খান
লাহোর, ২৪শে ফেব্রুয়ারী।— লেঃ জেনারেল আজম খান আজ এখানে বলেন যে, আজ বিকালে তাহার সহিত শেখ মুজিবর রহমানের অত্যন্ত সন্তোষজনক আলোচনা হইয়াছে। আজম খানের বাসভবনে তাহাদের আলোচনা হয়।
লেঃ জেনারেল আজম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে এবং বিশেষ করিয়া রাওয়ালপিণ্ডিতে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠক সম্পর্কে আমাদের আলোচনা হইয়াছে। শেখ মুজিবের সহিত আলোচনার পর আমি এ বিষয়ে নিশ্চিত হইয়াছি যে, প্রস্তাবিত রাজনৈতিক আলোচনার সকল ক্ষেত্রেই জাতীয় স্বার্থকে আমরা সবার উপরে সমুন্নত রাখিব। জাতির দাবী-দাওয়া অত্যন্ত স্পষ্ট এবং আমরা জনসাধারণের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করিয়া যাইব।
পাকিস্তানের সংহতি এবং সমৃদ্ধির জন্য অবশ্যই আমাদের কাজ করিয়া যাইতে হইবে এবং প্রতিটি পাকিস্তানীকে একথা মনে করিতে হইবে যে, সে একটি স্বাধীন রাষ্ট্রের মুক্ত নাগরিক। তাহাকে আরও মনে করিতে হইবে যে, বয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে সরাসরিভাবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশের সকল বিষয়ে মতামত প্রকাশে পূর্ণ অধিকারও তাহার রহিয়াছে। আমাদের সঠিক লক্ষ্য হাসিলের ক্ষমতা আল্লাহ আমাদিগকে দিন। -এপিপি
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯