ভারত থেকে প্রচুর সাহায্য আসছে
২ এপ্রিল ১৯৭২
ভারতীয় দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মার্চের শেষ দুই সপ্তাহে বাংলাদেশের প্রয়োজনীয় 1,50,000 মণ খাদ্যশস্যের বীজ ভারত থেকে চারটি বিশেষ ট্রেনে পাঠানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে 30 হাজার মণ ইতিমধ্যেই উন্নয়ন কর্পোরেশন এর মাধ্যমে চলে আসছে। কিছু বিমানে তোলা হচ্ছে ও বেশকিছু পরিমাণে স্থলপথে পাঠানো হচ্ছে। সাহায্য বাবদ বিশ কোটি টাকার মাল ও 18 কোটি টাকার মঞ্জুরি দ্রুত বাংলাদেশে আসছে। 40 হাজার টন সারের মধ্যে ইতিমধ্যে 30,000 টন পাঠিয়ে দেয়া হচ্ছে। বাদবাকি এপ্রিলের শেষে পাঠানো হবে। এদিকে ১২.৫০০ টন সিমেন্ট ও ১১,৭৬৫ ব্যারেল পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য বাংলাদেশের জন্য পাঠিয়ে দেয়া হয়েছে। 25,000 বেল তুলো ভারতের বিভিন্ন বন্দর থেকে সংগ্রহ করে কলকাতা বন্দরের পাঠানো হবে। পরে ঐ তুলো বাংলাদেশে পাঠানো হবে। বাসস পরিবেশিত বিজ্ঞপ্তিতে বলা হয় যে 1000 বেল সুতো এপ্রিল মাসের মাঝামাঝি পাঠানো যাবে বলে আশা করা যাচ্ছে।
Reference:
বাংলার বাণী, ২ এপ্রিল ১৯৭২