You dont have javascript enabled! Please enable it!

স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বীকৃতি

স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ আজ পৃথিবীর মানচিত্রে স্বীকৃতি লাভ করলাে। ভারতের এই স্বীকৃতি দান গণতন্ত্র | ও সমাজবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে এক বলিষ্ঠ পদক্ষেপ। বিশ্বের অন্যান্য রাষ্ট্র ভারতকে অনুসরণ করে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশকে স্বীকৃতি দেবেন বলে আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি। অনেক রক্তের বিনিময়ে গড়া এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সাত কোটি নিষ্পেশিত ও উৎপীড়িত মানুষকে নব জীবন দান করবে। বিশ্বের সাম্রাজ্যবাদী ও সম্প্রসারণবাদী শক্তিগুলি আপ্রাণ চেষ্টা করেও স্বাধীন বাংলাদেশ গঠনে বাধা। দিতে ব্যর্থ হয়েছে। এরা এখনও ফ্যাসিস্ট ইয়াহিয়া খাঁর সরকারকে সক্রিয় সমর্থন জুগিয়ে বাংলার মানুষকে ধ্বংস করবার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্বের ইতিহাসে এই অধ্যায় এক জঘন্য অধ্যায় বলে চিহ্নিত হবে। বিশ্বের অন্যতম সমাজতান্ত্রিক রাষ্ট্র সােভিয়েত রাশিয়াও পােল্যান্ডকে স্বাধীন বাংলাদেশ সরকার ও বাংলার মানুষ ধন্যবাদ জানাচ্ছে কারণ ভারতের পর একমাত্র এরাই বাংলাদেশের সাত কোটি মানুষের আশা আকাখাকে সমর্থন জানিয়েছে। | বিশ্বের দেশগুলাে বাংলাকে স্বীকৃতি জানিয়েছে একটি মাত্র কারণে। জনগণের অধিকারকে হরণ করে। কু-চক্রী মহল বাংলার মানুষকে দিয়েছে মৃত্যুর কোলে ঠেলে। আমাদের সংগ্রাম শেষ হয় নি। যে মন্ত্রের জন্য সংগ্রাম শুরু হয়েছিল আর যে জন্য স্বীকৃতি পেয়েছে সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মন্ত্রে দেশকে গড়ে তুলতে হবে। দেশ আমাদেরই আজাদ করতে হবে। স্বীকৃতি মানে স্বাধীনতা নয়। স্বাধীনতা নিজেদের ছিনিয়ে আনতে হবে। বঙ্গবন্ধুর আশীমত এই নতুন রাষ্ট্রকে গড়ে তুললেই হবে তার আশা সফল ও স্বীকৃতির সাফল্য।

সংগ্রামী বাংলা । ১৮ ৮ ডিসেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ১০

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!