You dont have javascript enabled! Please enable it! 1971.12.10 | স্বাধীন বাংলাদেশ আজ জগৎ সভায় সম্মানিত ও স্বীকৃত | জয়বাংলা - সংগ্রামের নোটবুক

জয়বাংলা

স্বাধীন বাংলাদেশ আজ জগৎ সভায় সম্মানিত ও স্বীকৃত। এশিয়ার সর্ববৃহৎ গণতন্ত্রী দেশ বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছেন। আরাে বহু দেশের স্বীকৃতিদান আসন্ন। একদিকে যখন মুক্তিবাহিনীর দুর্বার অগ্রগতির মুখে গােটা দখলীকৃত বাংলাদেশ অচিরেই মুক্ত হতে চলেছে, ঠিক সেই সময় বাংলাদেশের এই স্বীকৃতি শুধু বাংলার সাড়ে সাত কোটি মানুষের মুক্তিযুদ্ধের জয় নয়, গােটা এশিয়ার গণতন্ত্র ও মানব স্বাধীনতার স্বীকৃতি ও বিজয়। | আজ আমরা গভীর শ্রদ্ধা ও সৌম্য ভাবাবেগের সঙ্গে স্মরণ করি আমাদের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি নাৎসী ইয়াহিয়ার কারাগারে দুঃসহ বন্দি জীবনযাপন করছেন। স্মরণ করি পশ্চিম পাকিস্তানী  নরপশুদের হাতে নিহত বাংলার লাখ শহীদ নর-নারীকে, স্মরণ করি মুক্তিযুদ্ধে বীর সেনানীরা আত্মহুতি | দিয়েছেন তাদের শৌর্য, সাহস ও দেশপ্রেমকে, স্মরণ করি সােনার বাংলার মাটি, মানুষ ও নয়নাভিরাম সৌন্দর্য, হাজার বছরের ঐতিহ্যশালী কৃষ্টি সভ্যতা ও ভাষাকে। স্মরণ করি ভাষা আন্দোলনের শহীদদের, স্মরণ করি শিক্ষা আন্দোলনের শহীদদের স্মরণ করি বিভিন্ন ছাত্র আন্দোলন ও উনসত্তরের গণঅভূত্থানের শহীদদের। স্বাধীন বাংলা আজ বাস্তব সত্য। বাস্তব সত্য স্বাধীন বাঙ্গালি জাতির অস্তিত্ব। জয়বাংলা।

জয়বাংলা (১): ৩১ ১০ ডিসেম্বর ১৯৭১।

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ১০