You dont have javascript enabled! Please enable it!

চীনের ভূমিকা

অবশেষে চীন জাতিসংঘে আসন লাভ করেছে। আমাদের সংগ্রামের এই মুহূর্তে চীনের নতুন মর্যাদা লাভ বিশ্ব রাজনীতিতে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। সমগ্র এশিয়ার ভূ-খণ্ড জুড়ে রক্তের হােলিখেলা চলছে। শশাষকগােষ্ঠীর বিরুদ্ধেও এশীয় সংগ্রামী মানুষের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে বাংলাদেশের মানুষও তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে। এশিয়ার প্রতি চীনের যে নতুন দায়িত্ব এসে পড়েছে সেই দায়িত্ববােধের জন্যই বাংলাদেশ সমস্যা সম্পর্কে চীনের আরও বলিষ্ঠ ভূমিকা গ্রহণের প্রয়োজন রয়েছে। চীন বাংলাদেশ সমস্যা সম্পর্কে অনুকূল মনােভাব প্রকাশ করেছে। কিন্তু পশ্চিম পাকিস্তানী শােষকদের বিরুদ্ধে আমাদের সংগ্রামে চীনের আরও বলিষ্ঠ ভূমিকা নেয়ার প্রয়ােজন রয়েছে। চীন জাতীয় মুক্তির জন্য যে সংগ্রামী ঐতিহ্যের অধিকারী আজকের বাংলাদেশের মানুষও তেমনি নিজেদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত রয়েছে। সেক্ষেত্রে পাকিস্তানী শােষকগােষ্ঠীর স্বার্থরক্ষাকারী ইয়াহিয়ার সামরিক সরকারের সাথে সব সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশ সম্পর্কে আরও বাস্তব ভূমিকা নেয়া জাতীয় ঐতিহ্যের রক্ষার জন্যই চীনের দায়িত্ব মনে করা উচিত। | চীনের নতুন ভূমিকায় আমরা আশা করি চীন বাংলাদেশের সংগ্রামী মানুষের সমর্থনে আরও বাস্তব ভূমিকা নিয়ে এগিয়ে আসবে। এবং বাংলাদেশের সংগ্রামী মানুষের সমর্থনে প্রয়ােজনীয় সাহায্য দেবে।

জাতীয় বাংলাদেশ । ১:১ ১৫ নভেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ১০

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!