You dont have javascript enabled! Please enable it!

১৮ জানুয়ারী ১৯৭২ঃ মাস্টার খান গুল মুক্তি পেয়েছেন।

অল পাকিস্তান আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ও সীমান্ত প্রদেশ আওয়ামী লীগের সাবেক নেতা ও পেশোয়ারের করক থেকে প্রাদেশিক পরিষদের নির্বাচনে অংশগ্রহণকারী মাস্টার খান গুল মুক্তি পেয়েছেন। তিনি পেশওয়ার থেকে প্রকাশিত উর্দু ভাষায় আওয়ামী লীগের পত্রিকা বাজে বাঙ্গাশ এর সম্পাদক ছিলেন। গত অক্টোবর মাসে তিনি তার দলের প্রধান শেখ মুজিবের মুক্তি দাবী এবং তার দলের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবী করে বিবৃতি দেয়ার পর পর তিনি আটক হন। পাকিস্তানে এখনও আওয়ামী লীগ নিষিদ্ধ।