You dont have javascript enabled! Please enable it! 1971.12.17 | দেশ রক্ষার জন্য এক হও: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে জয়যুক্ত কর- ভারতের কমিউনিস্ট পার্টি (মাঃ)-র পলিটব্যুরাের বিবৃতি | দেশের ডাক - সংগ্রামের নোটবুক

মার্কিন সাম্রাজ্যবাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ কর
দেশ রক্ষার জন্য এক হও: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে জয়যুক্ত কর
ভারতের কমিউনিস্ট পার্টি (মাঃ)-র পলিটব্যুরাের বিবৃতি
(ট্রাঙ্কল যােগে প্রাপ্ত)

কলকাতা, ১০ ডিসেম্বর মার্কিন সাম্রাজ্যবাদপুষ্ট পাক সামরিক চক্রের আক্রমণের বিরুদ্ধে সমগ্র দেশকে ঐক্যবদ্ধভাবে মােকাবেলা করার জন্য সংগ্রামী আহ্বান জানিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিটব্যুরাে এক বিবৃতি দিয়েছেন:
বিবৃতিতে বলা হয়েছে, পাক সামরিক চক্রের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধের লক্ষ্য সুস্পষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা কোনাে আঞ্চলিক সম্প্রসারণের উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করছি না। এই যুদ্ধের লক্ষ্য বাংলাদেশের সঙ্গে সাত কোটি মানুষের স্বাধীনতা।’ দেরিতে হলেও ভারত সরকার বাংলাদেশের অস্থায়ী গণপ্রজাতন্ত্রী সরকারকে স্বীকৃতি দিয়ে ভারতের জনগণের এই উদ্দেশ্যকে সুস্পষ্ট করেছেন।
পশ্চিম পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে পলিটব্যুরাে বলেন, এই যুদ্ধ পশ্চিম পাকিস্তানের জনগণের বিরুদ্ধে নয়। পশ্চিম পাকিস্তানের জনগণের উচিত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পাশে দাঁড়ানাে।
পলিটব্যুরাে আরাে বলেন, এই যুদ্ধ প্রধানত মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। কংগ্রেস সরকারের মার্কিন ঘেঁষা বৈদেশিক নীতির কথা উল্লেখ করে বলা হয় যে, আমাদের পার্টি বরাবরই মার্কিন সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে হুঁশিয়ার করে আসছে। এখন মার্কিন সাম্রাজ্যবাদ সমস্ত প্রকার বৈদেশিক সাহায্য বন্ধ করে দিচ্ছে। এটা সুস্পষ্ট যে, মার্কিন সাম্রাজ্যবাদ কী উদ্দেশ্য নিয়ে সাহায্য দিয়েছিল। পলিটব্যুরাে সমস্ত প্রকার মার্কিন ঋণদান স্থগিত রাখা, তেল কোম্পানিগুলােকে বাজেয়াপ্ত করা এবং মার্কিনী সমর্থন পুষ্ট সমস্ত সংস্থাকে বেআইনি ঘােষণা করতে আহ্বান জানান।
পলিট ব্যুরাে ভারত সরকারকে হুঁশিয়ার করে দেন যে, তারা যেন বিদেশি প্রতিক্রিয়ার চাপে পাকিস্তানের ভেতরে থেকে বাংলাদেশের কোনাে সমস্যার রাজনৈতিক মীমাংসার সম্ভাবনার কথা না তােলেন। এই ধরনের কোনাে সমাধান ভারতের জনগণ বা বাংলাদেশের জনগণ মেনে নেবেন না। পলিটব্যুরাে সােভিয়েত সরকারের সমর্থনের জন্য আনন্দ প্রকাশ করেন এবং গণচীনের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করে এই আশা প্রকাশ করেন যে, চীন তার ভ্রান্তনীতি সংশােধন করবে।
পলিটব্যুরাে ভারত সরকারের নিকট দাবি জানান যে, তারা যেন গণতান্ত্রিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ না করেন এবং শ্রমিকদের ন্যায়সঙ্গত ধর্মঘটের অধিকারকে রক্ষা করেন এবং কোনাে অবস্থাতেই যেন ভারত রক্ষা আইন, গণতান্ত্রিক অধিকারের উপর ব্যবহৃত না হয়।

সূত্র: দেশের ডাক
১৭ ডিসেম্বর, ১৯৭১