রাষ্ট্রপুঞ্জে শরণার্থী সমস্যা-পাক-ভারত প্রতিনিধির মধ্যে তীব্র বাদানুবাদ
জেনিভা, ১৭ জুলাই-গতকাল রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের শরণার্থী সম্পর্কে এক আলােচনায় ভারত ও পাকিস্তানী প্রতিনিধিদের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়।
রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সম্পর্কীয় হাইকমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খান যে রিপাের্ট দিয়েছিলেন, পাকিস্তানী প্রতিনিধি শ্রী আগা শাহী তা উল্লেখ করে বলেন শরণার্থীরা যদি ফিরে আসেন তাহলে তাদের জীবন সম্পত্তি এবং সম্মানের দায়িত্ব পাকিস্তান গ্রহণ করবে। এ ব্যাপারে তিনি ভারতের সহযােগিতা কামনা করেন।
উত্তরে ভারতীয় প্রতিনিধি শ্রীনটরাজন কৃষ্ণা বলেন, ধর্মীয় উত্তেজনা এবং গণহত্যার জন্যেই শরণার্থী সমস্যার উদ্ভব হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তানের প্ররােচনার জন্যেই ভারত সীমান্তে সৈন্যবাহিনী রাখতে বাধ্য হয়েছে। ভারত ৪০০০০ হাজার প্রাক্তন পাকিস্তান সৈন্য ও পুলিশকে ট্রেনিং দিচ্ছে, পাকিস্তানের এই অভিযােগ। শ্রীকৃষ্ণা অস্বীকার করেন।
রয়টার। ১৮ জুলাই ‘৭১
Reference: ১৮ জুলাই ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা