You dont have javascript enabled! Please enable it! 1971.04.23 | চীন নীরব কেন? | দর্পণ - সংগ্রামের নোটবুক

চীন নীরব কেন?

অত্যন্ত বেদনার সঙ্গেই এই চিঠিটা লিখতে হলাে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে লালচীনের অবিশ্বাস্য নােংরা ভূমিকায় আমি স্তম্ভিত। এতদিন আমি শত শত নকশালপন্থীর সঙ্গে সগর্বে কণ্ঠ মিলিয়েছি : চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। কিন্তু আজ? লজ্জায় ঘৃণায় সমস্ত শরীর কুঁকড়ে যাচ্ছে— চেয়ারম্যানের দেয়া অস্ত্রে আজ আমাদেরই মা ভাই বােনের রক্ত ঝরছে আর চেয়ারম্যান মদদ দিচ্ছেন ইয়াহিয়াকে যার জঙ্গিবাহিনী ইতিমধ্যেই কয়েক লক্ষ নিরীহ বাঙালিকে ঠাণ্ডামস্তিষ্কে কুকুর বিড়ালের মতাে হত্যা করেছে, মা বােনদের পাইকারি হারে বেইজ্জত করেছে। আশ্চর্য। কমরেড মাও সে তুং এই শিক্ষাই কি তুমি আমাদের দিয়েছিলে? অথবা এইটাই কি তােমার আসল রূপ? বিশ্ববিপ্লবের কেন্দ্রস্থল চীন আজ সাড়ে সাত কোটি বাঙালির আর্তনাদ শুনতে পায় না, এ যে কিছুতেই বিশ্বাস করতে ইচ্ছে করছে না। চেয়ারম্যান, তুমি কি উন্মাদ হয়ে গেছ?
জনৈক হতভাগ্য বিপ্লবী

সূত্র: দর্পণ
২৩.০৪.১৯৭১