You dont have javascript enabled! Please enable it! 1959.10.29 | শেখ মুজিবের মামলা- বুধবার দুই ব্যক্তির সাক্ষ্য গৃহীত | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
২৯শে অক্টোবর ১৯৫৯
শেখ মুজিবের মামলা
বুধবার দুই ব্যক্তির সাক্ষ্য গৃহীত

এ.পি.পি. পরিবেশিত এক সংবাদে বলা হয় যে, গতকল্য (বুধবার) ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জনাব কে, এম. রহমানের এজলাসে প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী এবং অধুনালুপ্ত প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন বিভাগ কর্তৃক আনীত মামলার শুনানী আরম্ভ হয়। এই দিন সরকার পক্ষের দুইজন সাক্ষীর সাক্ষ্য গৃহীত হয়। অদ্য পুনরায় এই মামলার শুনানী চলিবে।
প্রসঙ্গতঃ উল্লেখ করা যাইতে পারে যে, চাকুরীদানের মিথ্যা আশ্বাস দিয়া ১৯৫৭ সালের ১৭ই অক্টোবর হইতে ১৯৫৮ সালের ২৬শে জুলাই পর্যন্ত ৫ ব্যক্তির নিকট হইতে অর্থ গ্রহণের অভিযােগে তাঁহার বিরুদ্ধে এই মামলা আনীত হয়।