You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
২৬শে নভেম্বর ১৯৫৯
শেখ মুজিবের মামলা

ঢাকা, ২৪শে নভেম্বর(এ,পি, পি)।-প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী শেখ মুজিবুর রহমান ও অপর চার ব্যক্তির বিরুদ্ধে আনীত মামলার শুনানী অদ্য পুনরায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জনাব কে, এম, রহমানের আদালতে শুরু হয়। সরকারী চাকরিদানের মিথ্যা আশ্বাস প্রদান করিয়া পাঁচ ব্যক্তির নিকট হইতে অসম্ভবে অর্থ আদায়ের অভিযােগে দুর্নীতি দমন ব্যুরাে শেখ মুজিবর রহমান ও অপর চার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। বাদীপক্ষের কৌশলী খান বাহাদুর নাজির উদ্দিন আহমদ প্রাপ্ত সাক্ষ্য ইত্যাদির ভিত্তিতে উক্ত অভিযােগসমূহের সমর্থনের উদ্দেশ্যে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা ও ষড়যন্ত্র করার দায়ে চার্জ গঠনের জন্য আদালতের নিকট আবেদন জানান। বিবাদী পক্ষের কৌশলী জনাব জহিরুদ্দিন উক্ত আবেদনের বিরােধিতা করিয়া বলেন যে, শেখ মুজিবর রহমান ষড়যন্ত্রে অংশ গ্রহণ করেন বলিয়া কোন প্রমাণ না থাকা সম্পর্কে আবেদন পেশ করেন। আগামী ১০ই ডিসেম্বর পুনরায় মামলার শুনানীর দিন ধার্য্য হইয়াছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!