দৈনিক ইত্তেফাক
১১ই ডিসেম্বর ১৯৫৯
আরও একটি মামলা হইতে মুজিবুরের অব্যাহতি
স্টাফ রিপাের্টার
গতকল্য (বৃহস্পতিবার) ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জনাব কে. এম. রহমান উপযুক্ত প্রমাণ্যভাবে দণ্ডবিধি আইনের ৪২০ ও ১২০ বি ৩৪ ধারা মােতাবেক আনীত একটি মামলা হইতে জনাব শেখ মুজিবুর রহমানকে অব্যাহতি দান করিয়াছেন। প্রসঙ্গক্রমে উল্লেখযােগ্য যে, মন্ত্রী থাকাকালে শেখ মুজিবুর রহমান অপর তিনজনের সহিত চক্রান্ত করিয়া চাকুরী প্রদানের অজুহাতে বিভিন্ন ব্যক্তির নিকট হইতে অর্থ গ্রহণ করিয়াছেন বলিয়া দুর্নীতি দমন ব্যুরাে হইতে তাহাদের বিরুদ্ধে উক্ত মামলা দায়ের করা হয়। কিন্তু উপযুক্ত প্রমাণ দাখিল করিতে না পারায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জনাব কে.এম.রহমান বিবাদী শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা খারিজ করিয়াছেন। অপর বিবাদীদের বিরুদ্ধে মামলার অভিযােগ প্রণয়ন করা হইয়াছে। খান বাহাদুর নাজিম উদ্দীন আহমদ ও জনাব জহীরউদ্দীন যথাক্রমে সরকার ও বিবাদীর পক্ষ সমর্থন করেন।