You dont have javascript enabled! Please enable it! 1959.12.11 | শেখ মুজিবের বিরুদ্ধে মামলা প্রমাণের অভাবে দুর্নীতির দায় হইতে অব্যাহতি লাভ | দৈনিক ইত্তেহাদ - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেহাদ
১১ই ডিসেম্বর ১৯৫৯
শেখ মুজিবের বিরুদ্ধে মামলা প্রমাণের অভাবে দুর্নীতির দায় হইতে অব্যাহতি লাভ

(স্টাফ রিপাের্টার)
ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রট জনাব কেএম রহমান গতকল্য বৃহস্পতিবার প্রাক্তন উজির শেখ মুজিবর রহমানকে দুর্নীতি দমন বিভাগ কর্তৃক আনিত মামলা হইতে অব্যাহতি দিয়াছেন। পাকিস্তান দণ্ডবিধির ৪২০ (ষড়যন্ত্র ও প্রতারণা) ধারার ১২০ খ উপ-ধারা অনুযায়ী এই মামলা দায়ের করা হয়। মামলার বিবরণে প্রকাশ দুর্নীতি দমন বিভাগ শেখ মুজিবর রহমান এবং মহিউদ্দিন আজিজুল ইসলাম খােন্দকার ও মাইনুদ্দিনের বিরুদ্ধে এই মর্মে অভিযােগ আনয়ন করে যে তাহারা মােমেন শাহীর ইব্রাহিম আলী ও অপর ৬ ব্যক্তির নিকট হইতে সরকারী চাকুরী সংগ্রহ করিয়া দেওয়ার মিথ্যা আশা দিয়া অর্থ সংগ্রহ করে। কিন্তু শেখ মুজিবুর রহমান অর্থ সংগ্রহ করিয়াছেন বলিয়া কোন প্রমাণ উপস্থিত করিতে না পারায় ম্যাজিষ্ট্রেট তাহাকে খালাশ দিয়াছেন। গত ২৪ শে নভেম্বর মামলার সওয়াল জওয়াব সমাপ্ত হয়।
উক্ত মামলা হইতে অব্যাহতি পাইলেও জনাব মুজিবুর রহমানকে জননিরাপত্তা অর্ডিন্যান্সবলে আটক রাখা হইয়াছে।