দৈনিক ইত্তেফাক
১৮ই ডিসেম্বর ১৯৫৯
নিবর্তনমূলক আটক অর্ডিন্যান্স হইতে শেখ মুজিবের মুক্তি লাভ
স্টাফ রিপাের্টার
প্রায় ১৪ মাস নিবর্তনমূলক আটক অর্ডিন্যান্স বলে আটক থাকার পর গতকল্য (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার সময় শেখ মুজিবুর রহমানকে ঢাকা সেন্ট্রাল জেল হইতে মুক্তি প্রদান করা হইয়াছে। ১৯৫৮ সনের ১২ ই অক্টোবর ভােররাত্রে পূর্ব পাকিস্তান। দুর্নীতি দমন আইনের ৫(ক) ধারা অনুযায়ী জনাব মুজিবুর রহমানকে গ্রেফতার করে। অতঃপর ১৯৫৮ সনের ১৯শে অক্টোবর প্রাদেশিক সরকার জেলখানায় তাহার উপর ১৯৫৮ সনের জননিরাপত্তা অর্ডিন্যান্স বলে আটকাদেশ জারি করেন। তখন হইতে বিভিন্ন সময়ে সংশােধিত উপরােক্ত অর্ডিন্যান্স অনুযায়ী তিনি আটক ছিলেন।