You dont have javascript enabled! Please enable it! 1958.11.07 | অদ্য মুজিবদের মামলার শুনানী জামীনের আবেদনের রায় দান পুনরায় মুলতবী | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
৭ই নভেম্বর ১৯৫৮
অদ্য মুজিবদের মামলার শুনানী
জামীনের আবেদনের রায় দান পুনরায় মুলতবী

গতকল্য (বৃহস্পতিবার) ঢাকার জেলা ও দায়রা জজ জনাব মােহাম্মদ আলী খান দুর্নীতির অভিযােগে ধৃত শেখ মুজিবর রহমান, জনাব আবুল মনসুর আহমদ ও জনাব নুরুদ্দিন আহমদের জামীনের রায় আবেদন সম্পর্কে তাঁহার রায় দান পুনরায় আগমী ৮ই নভেম্বর শনিবার পর্যন্ত মুলতবী রাখিয়াছেন।
প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে, গত বুধবার তাহাদের জামীনের আবেদন সম্পর্কে শুনানী সমাপ্ত হইবার পর জেলা জজ গতকল্য পর্যন্ত উহা স্থগিত রাখিয়াছিলেন। তাহাদের জামীনের আবেদন মহকুমা ম্যাজিষ্ট্রেট জনাব ই, কবীর কর্তৃক প্রত্যাখাত হইয়াছে। এবং অদ্য (শুক্রবার) উক্ত মামলার শুনানীর দিন ধার্য রহিয়াছে। প্রসঙ্গতঃ আরও উল্যেখযােগ্য যে, সামরিক শাসন প্রবর্তিত হইবার পর শেখ মুজিবর রহমান, জনাব আবুল মনসুর আহমদ, জনাব আবদুল খালেক, জনাব আবদুল হামিদ চৌধুরী ও জনাব কোরবান আলীকে দুর্নীতির অভিযােগে গ্রেফতার করা হয় এবং পরে শেখ মুজিবর রহমান, জনাব আবুল মনসুর আহমদ ও জনাব আবদুল খালেককে নিবর্তনমূলক আটক অর্ডিন্যান্স বলেও আটক রাখা হয়।