You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
২৮শে মার্চ ১৯৫৯
শেখ মুজিবের মুক্তির আবেদন
৭ই এপ্রিল চূড়ান্ত রায়ের দিন ধার্য

স্টাফ রিপাের্টার
গতকল্য (শুক্রবার) ঢাকার সদর মহকুমা হাকিম জনাব ইকবীরের কোর্টে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আনীত দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানী আরম্ভ হইলে বিবাদী পক্ষের কৌসুলী জনাব জহির উদ্দীন এই মর্মে এক আবেদনপত্র দাখিল করেন যে, দুর্নীতি দমন বিভাগ পূর্ব পাকস্তান দুর্নীতি দমন এ্যাক্টের ৫(১) নং ধারায় শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কোন মামলা প্রতিষ্ঠিত করিতে পারে নাই বলিয়া স্বীকার করায় বিবাদীকে মুক্তি প্রদান এবং তাঁহার বাজেয়াফতকৃত নগদ দুই হাজার টাকা ও অন্যান্য দ্রব্য প্রত্যার্পণ করা হউক। বিবাদীকে গ্রেফতার করিবার সময় এবং তদন্ত চালাইবার সময় উক্ত অর্থ ও দ্রব্যাদি বাজেয়াফত করা হয়। জনাব ই. কবীর উক্ত আবেদন শ্রবণের পর এই ব্যাপারে দুর্নীতি দমন বিভাগের নিকট হইতে জরুরী রিপাের্ট চাহিয়াছেন এবং চূড়ান্ত নির্দেশ দানের জন্য ৭ই এপ্রিল দিন ধার্য করিয়াছেন। প্রসঙ্গক্রমে উল্লেখযােগ্য যে, গত বছরের ১২ই অক্টোবর শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করিবার পর হইতে এই পর্যন্ত দুর্নীতি দমন বিভাগ তাহার বিরুদ্ধে কোন এজাহার প্রদান করে নাই।
গতকল্য শেখ মুজিবুর রহমানের পক্ষে জনাব জহিরউদ্দীন উল্লেখিত আবেদনপত্র দাখিল করেন এবং জনাব সােহরাব বখশ তাঁহাকে সহায়তা করেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!