সংবাদ
৮ই জুন ১৯৫৯
দুর্নীতির অভিযােগ হইতে শেখ মুজিবের অব্যহতি
চার্জশীট দাখিল ব্যর্থতার ফলে মামলা খারিজ
স্টাফ রিপাের্টার
দুর্নীতি দমন বিভাগ শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে দুর্নীতি অভিযােগ প্রমাণে ব্যর্থ হওয়ায় ঢাকা সদর দক্ষিণ মহকুমার বর্তমান মহকুমা ম্যাজিষ্ট্রেট জনাব হাফিজ আহমদ মজুমদার গতকল্য (মঙ্গলবার) শেখ মুজিবর রহমানকে খালাস দিয়াছেন। দুর্নীতি দমন বিভাগ জনাব রহমানের জ্ঞাত আয়ের সহিত অসঙ্গতিপূর্ণ সম্পত্তি অর্জনের দায়ে দুর্নীতি দমন আইনের ৫ (১) ধারা বলে অভিযােগ দাড় করাইতে ব্যর্থ হওয়ায় এস, ভি, ও ফৌজদারী দণ্ড বিধির ২৫৩ (২) ধারা অনুযায়ী মামলা অগ্রাহ্য করিয়া দিয়াছেন।
দুর্নীতি অভিযােগ হইতে অব্যাহতি পাইলেও শেখ মুজিবুর রহমান জননিরাপত্তা অর্ডিন্যান্স বলে জেলে আটক রহিয়াছেন। গতকল্য পৰ্য্যন্ত দুর্নীতি দমন বিভাগ তাহার বিরুদ্ধে কোন চার্জশীট দিতে পারে নাই। দেশে সামরিক শাসন প্রবর্তিত হইবার পর গত বছর ১২ই অক্টোবর পুলিশ শেখ মুজিবর রহমানকে দুর্নীতির অভিযােগে গ্রেফতার করেন এবং তাহার ব্যাংকে জমাকৃত দুই হাজার টাকা আটক করেন। গ্রেফতারের কিছুদিন পরে মহকুমা ম্যাজিষ্ট্রেট উক্ত মামলায় তাঁহাকে জামিন মঞ্জুর করিলেও, ইতিমধ্যে শেখ মুজিবর রহমান জননিরাপত্তা অর্ডিন্যান্স বলেও আটক হওয়ায় জেল হইতে বাহির হইতে পারেন নাই।