দৈনিক ইত্তেহাদ
৩রা অক্টোবর ১৯৫৯
শেখ মুজিবের মামলা
গতকল্য ১২ জনের সাক্ষ্য গ্রহণ
গতকল্য (বৃহস্পতিবার) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেড জনাব কে এম রহমানের আদালতে শেখ মুজিবর রহমান ও অপর ৫ জনের বিরুদ্ধে দুর্নীতি দমল বিভাগ কর্তৃক আনীত মামলার দ্বিতীয় দিনের শুনানী হয়। গতকল্য ১২ জন সহকারী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। শেখ মুজিবর রহমান ও অপর দুইজন আসামীকেও গতকল্য আদালতে হাজির করা হয়। সরকার পক্ষে খান বাহাদুর নাজির উদ্দিনও আসামী পক্ষে জনাব জহির উদ্দিন মামলা পরিচালনা করিতেছেন। জনাব মুজিবরের বিরুদ্ধে আনীত অভিযােগে বলা হইয়াছে যে, তিনি যখন উজির ছিলেন তখন অপর ৪ জনের সহিত যােগসাজসে বিভিন্ন সরকারী দফতরের চাকরী দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়া ৫ ব্যক্তির নিকট হইতে অর্থ গ্রহণ করেন।
গত বুধবার দুইজন সহকারী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।