সংবাদ
১৯শে আগস্ট ১৯৫৮
আওয়ামী লীগের মনােনয়ন
শেখ মুজিবর কর্তৃক প্রার্থীদের দরখাস্তের নির্দেশ
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের পার্লামেন্টারী বাের্ডের সেক্রেটারী জনাব শেখ মুজিবর রহমান জাতীয় পরিষদের উপনিৰ্ব্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিবার জন্য আওয়ামী লীগের মনােনয়ন গ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে আবেদনপত্র প্রেরণের আহ্বান জানাইয়াছেন। পুর্ব পাকিস্তান আওয়ামী লীগের অফিস সেক্রেটারী জনাব মােহাম্মদ উল্যাহর নিকট দুই শত টাকা সহ এই আবেদনপত্র প্রেরণ করিতে হইবে। ২২শে আগস্টের পূর্বে আবেদনপত্র অফিসে পৌছা চাই।