You dont have javascript enabled! Please enable it! 1958.08.26 | ছয়-সদস্যবিশিষ্ট আওয়ামী লীগ কোয়ালিশন মন্ত্রিসভার শপথ গ্রহণ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
২৬শে আগস্ট ১৯৫৮
ছয়-সদস্যবিশিষ্ট আওয়ামী লীগ কোয়ালিশন মন্ত্রিসভার শপথ গ্রহণ
নয়া মন্ত্রীদের লইয়া গভর্ণমেন্ট হাউসের বাহিরে হর্ষোৎফুল জনতার মিছিল
অদ্য মন্ত্রীদের দফতর বণ্টন:আগামী মাসের মাঝামাঝি সময়ে পরিষদের
অধিবেশন আহ্বানের সঙ্কল্প

গতকল্য (সােমবার) সকাল সাড়ে নয়টায় আওয়ামী কোয়ালিশন পার্টির নেতা জনাব আতাউর রহমান খানের নেতৃত্ব ছয়জন সদস্যবিশিষ্ট পূর্ব পাকিস্তানের নবম মন্ত্রিসভা শপথ গ্রহণ করেন। প্রাদেশিক গভর্ণর জনাব সুলতান উদ্দিন আহমদ গভর্ণর হাউজের দরবার হলে এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
মুখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান খান ছাড়া জনাব আবদুল খালেক, জনাব কফিল উদ্দিন আহমদ চৌধুরী, মিঃ মনােরঞ্জন ধর, মিঃ ধীরেন্দ্র নাথ দত্ত ও জনাব মনসুর আলী নয়া মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করিয়াছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর গভর্ণর হাউসের সম্মুখে অপেক্ষমান হর্ষোফুল্ল এক জনতা ও আওয়ামী লীগ কর্মিগণ প্রাদেশিক আওয়ামী লীগ সম্পাদক জনাব শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যদের শােভাযাত্রা সহকারে জিন্না এ্যাভিস্থ আওয়ামী লীগ অফিসে লইয়া যায়। অতঃপর আওয়ামী লীগ অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান খান ও শেখ মুজিবুর রহমান বক্তৃতা করেন। অতঃপর নয়া মন্ত্রিসভার সদস্যগণ সরাসরি প্রাদেশিক সেক্রেটারীয়েটে গমন করেন এবং সেক্রেটারীয়েট কর্মচারীদের সহিত আলাপ-আলােচনা করেন। জানা গিয়াছে, অদ্য (মঙ্গলবার) সকালে আওয়ামী লীগ কোয়ালিশন পার্টির নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টন করা হইবে। নয়া মন্ত্রিসভায় জনাব আবদুল খালেক ছাড়া বাকী সকলেই প্রাক্তন আওয়ামী লীগ মন্ত্রিসভার সদস্য ছিলেন। জনাব আবদুল খালেক কেন্দ্রে প্রাক্তন সােহরাওয়ার্দী মন্ত্রিসভার শ্রম দফতরের মন্ত্রী ছিলেন। প্রসঙ্গক্রমে উল্লেখযােগ্য,গত ২৩শে জুন তারিখে তিনদিনের আবু হােসেন সরকারের মন্ত্রিসভার বিরুদ্ধে ১৫৬-১৪২ ভােটে এক অনাস্থা প্রস্তাব পাস হইবার পর প্রদেশে দুইমাসের জন্য ১৯৩ ধারার শাসন প্রবর্তিত হয়।
অতঃপর ১৯৩ ধারার শাসন প্রত্যাহারের অব্যবহিত পূর্বে প্রাদেশিক পরিষদে আওয়ামী কোয়ালিশন দলের সংখ্যাগরিষ্ঠতা রহিয়াছে বলিয়া পুনরায় প্রমাণিত হওয়ায় গত রবিবার প্রাদেশিক গভর্ণর জনাব আতাউর রহমানকে নয়া মন্ত্রিসভা গঠনের আহবান জানান। জনাব আতাউর রহমান এইবার লইয়া তিনবার প্রাদেশিক মুখ্যমন্ত্রী হইলেন। গতকল্য গভর্ণর হাউসের দরবার হলে নয়া মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় স্থানীয় বৈদেশিক রাষ্ট্রের প্রতিনিধিবৃন্দ,হাইকোটের মাননীয় বিচারপতিগণ,কেন্দ্রীয় ষ্টেট মন্ত্রী শ্রী এ, কে, দাস, আঞ্চলিক সেনাধ্যক্ষ, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের উচ্চপদস্থ কর্মচারীবৃন্দ, কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
গতকল্য (সােমবার) প্রাদেশিক মুখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান খান সাংবাদিকদের নিকট বলেন যে, আগামী মাসের মধ্যভাগে অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১৬/১৭ তারিখ নাগাদ প্রাদেশিক পরিষদের বাজেট অধিবেশন আহ্বান করা হইবে। ব্যবস্থাকে বাচাইবার খাতিরে আওয়ামী কোয়ালিশন পার্টিকে সমর্থন দানের সিদ্ধান্ত অবিচল থাকিতে হইয়াছে।
তাঁহারা বলেন যে, পূর্ব পাকিস্তানের মন্ত্রিত্ব সংকটে ন্যাপ নিরপেক্ষ দর্শকের ভূমিকা গ্রহণ করিলে কে-এস-পি কোয়ালিশন পার্টি পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হইত। ইহা কোন প্রকার অনুমানের ব্যাপার নহে, ইহা সম্পূর্ণ পরীক্ষিত সত্য। এই সকল বিষয় বিবেচনা করিয়াই দেশের বৃহত্তম স্বার্থের খাতিরে পূর্ব পাকিস্তানে আওয়ামী কোয়ালিশন পার্টিকে সমর্থনের সিদ্ধান্তে ন্যাপকে অবিচল থাকিতে হইয়াছে।